বাংলা হান্ট ডেস্কঃ তৃতীয় টেস্টে হারের পর দলে একাধিক পরিবর্তনের সম্ভাবনার কথা তুলে আনছেন অনেক বিশ্লেষকই। এও মোটামুটি নিশ্চিত যে ওভালে ইশান্ত শর্মার জায়গায় স্পিন-সহায়ক উইকেটের কথা মাথায় রেখে দলে আসতে পারেন রবীচন্দ্রন অশ্বিন। তবে চতুর্থ টেস্টের আগে ফের একবার স্কোয়ার্ডে বড়োসড়ো পরিবর্তন আনল বিরাট বাহিনী। এক্ষেত্রে বলে রাখি, লর্ডসে দুর্দান্ত জয়ের পর এগিয়ে গেলেও লিডস জিতে ফের একবার সিরিজে কামব্যাক করেছে ইংল্যান্ড। তাই ফলাফল এখন ১-১।
গুরুত্বপূর্ণ বাকি দুই টেস্টের কথা মাথায় রেখেই এবার স্কোয়ার্ডে শামিল করা হলো নতুন এক জোরে বোলারকে। প্রসিদ্ধ কৃষ্ণা মূলত দলের সাথে গিয়েছিলেন রিজার্ভ খেলোয়াড় হিসেবেই। এবার তাকেই দলে শামিল করল বিরাট ব্রিগেড। আজ একথা জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। এক্ষেত্রে উল্লেখ্য প্রসিদ্ধ ইতিমধ্যেই তার একদিনের ম্যাচে অভিষেক করে ফেলেছেন ভারতের হয়ে এবং অভিষেকেই ইংল্যান্ডের বিরুদ্ধে এক বিরল কৃতিত্বের অধিকারীও হন তিনি।
নিজের অভিষেক একদিনের ম্যাচে চার চারটি উইকেট তুলে নিয়ে ২৪ বছর পুরনো রেকর্ড ভেঙে দেন এই জোরে বোলার। ইংল্যান্ডের বিরুদ্ধে ৮.২ ওভার বল করে ৫৪ রান দিয়ে চার ব্যাটসম্যানকে শিকার করেছিলেন প্রসিদ্ধ। এর আগে অভিষেক ম্যাচে সবচেয়ে বেশি তিনটি উইকেট তুলে নিয়েছিলেন নোয়াল ডেভিড। ১৯৯৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ২১ রানের বিনিময়ে তিন উইকেট তুলে নিয়ে এই কৃতিত্ব অর্জন করেছিলেন ভারতীয় স্পিনার। অবশ্য শুধু ডেভিড নয়, অভিষেক ম্যাচে তিন উইকেট শিকার করেছিলেন আরও ১৬ জন ভারতীয় খেলোয়াড়। তবে চার উইকেট নিতে পারেননি কেউই।
সেই বিরল কৃতিত্বই অর্জন করেছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা। সে কথা মাথায় রেখে এবার ইংল্যান্ডের বিরুদ্ধে তাকে স্কোয়ার্ডে অন্তর্ভুক্ত করল ভারত। যদিও রবীচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল,উমেশ যাদব, ঋদ্ধিমান সাহা, অভিমন্যু ইশ্বরন, পৃথ্বী শ, মায়াঙ্ক আগরওয়াল এবং সূর্যকুমার যাদবদের একাধিক নাম এখনো স্কোয়ার্ডে থাকলেও ভারতের প্রথম একাদশে জায়গা করে নিতে পারেননি। তাই প্রসিদ্ধ কৃষ্ণার জন্য সুযোগ আসবে কিনা তা বলে দেবে সময়ই।
চতুর্থ টেস্টে ভারতীয় দলঃ
রোহিত শর্মা, কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), বিরাট কোহলি (অধিনায়ক), হনুমা বিহারি, ঋষভ পান্থ, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, ঋদ্ধিমান সাহা, অভিমন্যু ইশ্বরন, প্রসিদ্ধ কৃষ্ণা, পৃথ্বী শ এবং সূর্যকুমার যাদব।