বাংলাহান্ট ডেস্ক : বসন্ত হোক বা না হোক, টেলিপাড়ায় প্রেমের পরিবেশ থাকে প্রায় সবসময়। একসঙ্গে কাজ করতে গিয়ে প্রায়শই মন দেওয়া নেওয়া হয়ে যায় জুটিদের। অনস্ক্রিন থেকে অফস্ক্রিনে বাড়ে ঘনিষ্ঠতা। শুধু যে নায়ক নায়িকাদের মধ্যেই সম্পর্ক তৈরি হয় এমনটা কিন্তু নয়। নায়ক (Pratik-Sonamoni) খলনায়িকা, এমনকি অনস্ক্রিন ভাই বোনের জুটিকেও বাস্তবে পরিণয়ের বাঁধনে বাঁধা পড়তে দেখা গিয়েছে।
ফের চর্চায় প্রতীক সোনামণি (Pratik-Sonamoni)
এবার আবারও আরেক জুটিকে নিয়ে চর্চা শুরু হল নেটপাড়ায়। তাঁরা হলেন সোনামণি সাহা (Pratik-Sonamoni) এবং প্রতীক সেন। যদিও সিরিয়ালপ্রেমীদের কাছে তাঁরা আজও জনপ্রিয় মোহর আর শঙ্খ স্যার হিসেবে। একসঙ্গে স্টার জলসায় ‘মোহর’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন তাঁরা। সেই সিরিয়াল থেকেই বাস্তবেও ছড়ায় তাঁদের প্রেমের গুঞ্জন।
ভাইরাল যুগলের ছবি: পরবর্তীতে ‘এক্কা দোক্কা’তেও নায়ক সপ্তর্ষি মৌলিককে সাইড করে এন্ট্রি নেন প্রতীক। মাঝে অবশ্য দুজনের মধ্যে দূরত্বের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সেসব তিক্ততা দূরে সরিয়ে ফের এক হলেন সোনামণি প্রতীক (Pratik-Sonamoni)। প্রেমের দোলকে সাক্ষী রেখে পরস্পরকে আদরের রঙে রাঙালেন দুজনেই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জুটির একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে, প্রতীক সোনামণি (Pratik-Sonamoni) দুজনের মুখেই আবির লেগে রয়েছে। নায়িকার পেছনে তাঁর কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন অভিনেতা। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘তুঝমে রব দিখতা হ্যায়’।
আরো পড়ুন : ভারতে মিলছেনা পাত্তা! অবৈধ পথে এবার এই দেশগুলিতে ঢোকার মরিয়া চেষ্টা বাংলাদেশিদের
আগে বেড়েছিল দূরত্ব: একসঙ্গে কাজ করার সময়েই দুজনের মধ্যে প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। কিন্তু পরবর্তীতে শোনা যায়, তাঁদের মধ্যে নাকি দূরত্ব বেড়েছে। কিন্তু স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে বেশ অনেকক্ষণ একসঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল। তখনই নাকি আবারও অভিমান দূরে সরিয়ে কাছাকাছি আসেন তাঁরা।
আরও পড়ুন : সীমান্তে ফের বাংলাদেশের দাদাগিরি! এবার BSF-এর কাজে দেওয়া হল বাধা, তারপরে যা ঘটল….
এবার এই ছবি দেখেই দুয়ে দুয়ে চার করতে শুরু করেছেন নেটিজেনরা। এর আগে প্রেমের গুঞ্জন ছড়ালেও অবশ্য সরাসরি কোনো মন্তব্য করেননি প্রতীক সোনামণি (Pratik-Sonamoni)। বর্তমানে দুজনকে আলাদা আলাদা সিরিয়ালে দেখা যাচ্ছে। যদিও প্রতীকের সিরিয়াল উড়ান শেষ হয়েছে সদ্য তাঁদের ফের একসঙ্গে কোনো সিরিয়ালে দেখার দাবি জানিয়েছেন দর্শকরা।