কর্মক্ষেত্রে অশ্লীল প্রস্তাব পাওয়ার অভিযোগ, কেরিয়ার ছেড়ে দিচ্ছেন প্রত‍্যুষা!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আবারো সংবাদ শিরোনামে অভিনেত্রী প্রত‍্যুষা পাল (Pratyusha Paul)। গত বছরেই তিনি অভিযোগ করেছিলেন, ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে তাঁকে। প্রাক্তন প্রেমিকের সঙ্গে যোগাযোগ করেও দুঃসময়ে সাহায‍্য পাননি প্রত‍্যুষা। পরে অবশ‍্য পুলিসি তৎপরতায় ধরা পড়েছিল অভিযুক্ত‍। এবার কাজের জায়গায় অশ্লীল প্রস্তাব পাওয়ার অভিযোগ করলেন অভিনেত্রী।

চমকাবেন না! নতুন করে আর কোনো বিপদে পড়েননি প্রত‍্যুষা। বরং রয়েছে একটা সুখবর। আসলে গল্পটা অনস্ক্রিনের। বড়পর্দায় অভিষেক করতে চলেছেন তিনি। ছবির নাম ‘লভ ইউ জিন্দেগি’। পরিচালনায় রয়েছেন রিনো দত্ত। ক্রাইম রিপোর্টার প্রত‍্যুষার চরিত্রের নাম রাই।


ছবির গল্প অনুযায়ী, নিজের কাজের প্রতি খুবই মনোযোগী এবং সৎ রাই। অথচ পরিশ্রম করলেও দাম পায় না সে। বরং বাজিমাত করে বেরিয়ে যায় তাঁর উর্দ্ধতন কর্তৃপক্ষ মিস্টার পাকড়াশি, এমনকি কয়েকজন সহকর্মীও। বিষয়টা আরো গুরুতর হয়ে ওঠে যখন মিস্টার পাকড়াশি রাইকে অশ্লীল ব‍্যবসা করার প্রস্তাব দেন।

এরপরেই কাজ ছেড়ে দেওয়ার কথা ভাবে রাই। কিন্তু সে মন দিয়ে বসেছে ম‍্যাগাজিনের মালিক রাহুলকে। যদিও সেটা এক তরফা ভালবাসা। এর মাঝেই আবার রাইকে ক্রাইম রিপোর্টিং ছেড়ে বিনোদন বিভাগে যেতে বাধ‍্য করা হয়। ভালবাসা ও পেশার টানাপোড়েন থেকে কীভাবে উদ্ধার পাবে রাই? প্রশ্নের উত্তর মিলবে ছবিতেই।

প্রত‍্যুষা ছাড়াও ছবিতে রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, উদয় প্রতাপ সিং, অমিত সাহা, দেব প্রসাদ পাল, রাজু মজুমদারের মতো অভিনেতা অভিনেতারা। ছবির প্রযোজনা করেছেন ঝুমা পাল ও বজরং জয়সওয়াল। তবে এখনো পর্যন্ত ছবির মুক্তির তারিখ ঘোষনা করা হয়নি।

X