বাংলা হান্ট ডেস্ক :– বরাবরই সাজাটা বেশ পছন্দের তরুণীতার। কখনও ডিপ করে চোখে মাসকারা দিয়ে আবার কখনও ডিপ করে লিপস্টিক দিয়ে প্রেমিকের সাথে দেখা করতে যেতো সে। কিন্তু অন্যদিকে কল্যাণীর অরুণের আবার গার্লফ্রেন্ডের অতিরিক্ত সাজগোজে বড্ড আপত্তি রয়েছে। তরুণীতার একটু সেজে এলেই বারবার সে বলতো ‘এত ময়দা মাখিস কেন’।
গতকাল তরুণীতার একটু মেকআপ করে এলে পুনরায় অরুণ আবার একই কথা বলতে থাকূ। প্রথমে সে বারণ করলেও আর রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে রাস্তার পাশে পড়ে থাকা লাঠি তুলে সজোরে মাথায় আঘাত করে তরুণের।
মাথা ফেটে রক্ত বেরোতে থাকলে পরে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা পরিস্থিতি সামাল দেয়।