বাংলা হান্ট ডেস্ক: ভবিষ্যদ্বাণী এই বিষয়টি নিয়ে অনেকেই গুরুত্ব দেন। আবার কেউ কেউ এগুলিকে আজগুবি খবর বলে উড়িয়ে দেন। তবে বাবা ভাঙ্গার (Baba Vanga) বাণী আজ পর্যন্ত কেউই হাওয়ায় ভাসিয়ে দিতে পারেননি। তার কারণ তিনি এখনও পর্যন্ত যা যা বলেছেন তা অক্ষরে অক্ষরে মিলে গেছে। যার ফলে সকলের মনেই বছরের শুরু থেকে আতঙ্ক তৈরি থাকে। বাবা ভাঙ্গা ঠিক কি ভবিষ্যদ্বাণী করেছেন তা জানার অপেক্ষায় থাকেন। আর ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ২০২৫। এখন এই নতুন বছরে কোন আতঙ্কের কথা জানিয়েছেন বাবা ভাঙ্গা? নতুন করে আবার কোন ভয় আসতে চলেছে?
২০২৫ নিয়ে ভবিষ্যদ্বাণী বাবা ভাঙ্গার (Baba Vanga):
বুলগেরিয়ার বাসিন্দা বাবা ভাঙ্গার (Baba Vanga) ভবিষ্যদ্বাণী নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। জানা যায়, আগে থেকেই তিনি নিজের মৃত্যুর সময়ও বলে গিয়েছিলেন। আর সত্যিই তা মিলে গিয়েছে। বাবা ভাঙ্গা ৫০৭৯ সাল পর্যন্ত ভবিষ্যদ্বাণী করে দিয়ে গিয়েছেন। তবে সকলের চোখ এখন ২০২৫-র উপর। ২০২৫ নিয়ে তিনি বহু রকমের ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন। তবে আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই কিছু ভবিষ্যদ্বাণী ফলেও গিয়েছে।
আবার কোন নতুন আতঙ্ক আসতে চলেছে: ২০২৫ সালে বাবা ভাঙ্গা (Baba Vanga) জানিয়েছেন নতুন ধরনের রোগ তৈরি হবে। ইতিমধ্যেই বিশ্বজুড়ে রোগের প্রাদুর্ভাব শুরু হয়ে গিয়েছে। বছরের শুরু থেকেই HMPV ভাইরাস নিয়ে সকলেই আতঙ্কিত। পাশাপাশি এই বছর নানা ধরনের প্রাকৃতিক বিপর্যয় তৈরি হবে বলে জানিয়েছেন তিনি। বিশ্বজুড়ে অর্থনৈতিক পরিস্থিতির ক্রমশ খারাপের দিকে নামবে।
আরও পড়ুনঃ সিলেবাস বহির্ভূত প্রশ্নে মিলবে নম্বর? নিয়োগ পরীক্ষা নিয়ে বিরাট নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট
আমেরিকার মত প্রভাবশালী দেশ চলতি বছরে আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। এই নিয়ে সতর্কতাও দিয়েছেন বাবা ভাঙ্গা (Baba Vanga)। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে তিনি জানিয়েছিলেন বছরের শুরুতেই ভূমিকম্প হওয়ার কথা। ইতিমধ্যেই সেই ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছে। তবে তিনি সবচেয়ে বেশি সতর্ক করেছেন আর্থিক হয় ক্ষতি নিয়ে। বাজেট ধরে রাখতে না পারলে, গোটা বিশ্ব তুমুল ক্ষয়ক্ষতির মুখ দেখবে। ২০২৫ সালে করোনার মত মহামারী হওয়ার সর্তকতা দিয়েছেন। আর এই কারণে বিশ্বে নানাভাবে প্রভাব পড়তে পারে।
আরও পড়ুনঃ IAS সেলিম অতীত! রাজ্যের সংখ্যালঘু বিত্ত নিগমের নয়া চেয়ারম্যান কে? জারি বিজ্ঞপ্তি
এখানেই শেষ নয় বাবা ভাঙ্গার (Baba Vanga) মতে, নতুন বছরে খরা, বন্যা, তীব্র গরমের কারণে মানুষের প্রাণহানির হওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ সবমিলিয়ে ২০২৫ বিশ্ববাসীর জন্য বিভিন্ন রকমের আতঙ্ক নিয়ে আসতে চলেছে। অন্ধ হয়েও তিনি একের পর এক যে ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন তা আশ্চর্যজনকভাবে মিলে গিয়েছে। ২০২৪-এও সেই কথা মিলতে দেখা গিয়েছে, এখন আগামী দিনে কি হয় সেটাই সময়ের অপেক্ষা মাত্র।