বাংলায় আসছে বিগবস সিজন থ্রী! ঘরে মদন, বৈশাখি রোদ্দুর? ফাঁস হল চমকে দেওয়ার মত তালিকা

বাংলা হান্ট ডেস্ক : ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় এবং বিতর্কিত শো হল সলমন খান সঞ্চালিত শো ‘বিগবস’ (Bigg Boss)। দেশের তাবড় তাবড় সব ব্যক্তিবর্গরা অংশ নিয়ে থাকেন এই অনুষ্ঠানে। দর্শকও বেশ তারিয়ে তারিয়ে উপভোগ করে থাকে এই প্রোগ্রাম। এরকমই যদি বাংলাতেও ‘বিগবস সিজন থ্রি’-র আয়োজন করা হয় তাহলে কারা কারা থাকবেন সেই শো-তে? সম্প্রতি এমনই এক কাল্পনিক তালিকা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly): নেটিজনদের মতে, সঞ্চালক হিসেবে সৌরভ গাঙ্গুলির চেয়ে ভালো কেউ হতেই পারেনা। ক্রিকেটের বাইশ গজ থেকে শুরু করে ‘দাদাগিরি’ এমনকি ‘বিগবস’ সবেতেই মহারাজ হলেন সেরার সেরা সঞ্চালক।

thequint 2023 04 76ebf5b7 85d4 4415 9f56 c7da350cd700 ghazi22716

মদন মিত্র (Madan Mitra) : বাংলার কালারফুল বয় মদন মিত্রের ফ্যান ফলোয়িং কোনও তারকার চেয়ে কম কিছু নয়। দিনকয়েক আগেই নয়া সিনেমাও রিলিজ করেছেন তিনি। তিনি বিগবসে এলে দর্শক বেশ ভালোই খুশি হবেন বলেই ধারণা নেটজনতার।

850061 madan mitra new

শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee) : টলিপাড়ার অন্যতম জনপ্রিয় এবং বিতর্কিত অভিনেত্রী হলেন শ্রাবন্তী। তার কর্মজীবনের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আগ্রহী সাধারণ মানুষ। বিগ বসের ঘরে তাঁকে দেখার জন্য সকলেই উৎসুক।

srabanti chatterjee

রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi): গত বছর জনপ্রিয় গায়ক ‘কে কে’-কে নিয়ে করা কটাক্ষের কারণে বেশ চর্চায় ছিলেন রূপঙ্কর। বছরভর তাকে নিয়ে চলে নানা রকমের কাটাছেঁড়া। আর এবার তাকে যদি বিগবসের ঘরে দেখতে পাওয়া যায় তাহলে সেটা হবে এক বড় চমক।

স্যান্ডি সাহা (Sandy Saha) : বড় পর্দায় অভিনয় না করলেও সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ জনপ্রিয়। কৌতুকাভিনেতা হিসেবে মন্দ নন স্যান্ডি সাহা‌। বিগবসে কন্ট্রোভার্সি ক্রিয়েটের ক্ষেত্রে তার জুড়ি মেলা ভার হবে।

মনামী ঘোষ (Monami Ghosh): বয়সকে কীভাবে বাক্সবন্দী রাখতে হয় তা মনামী ঘোষের থেকেই শেখা উচিত। তাকে দেখে কে বলবে যে তিনি একজন চল্লিশোর্ধ মহিলা। বিগ বসের মতো রিয়ালিটি শো-তে তাঁকে দেখতে উৎসুক সকলেই।

সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu) : জি বাংলার মিঠাই খ্যাত নায়িকা সৌমিতৃষার জনপ্রিয়তাও কম কিছু নয়। আর এখন তো বড় পর্দাতেও চুটিয়ে কাজ করছেন তিনি। বিগবসের মত একটা প্লাটফর্ম পেলে তার কেরিয়ারেও ভালো গ্রোথ হবে বলেই মনে করছে নেটিজনরা।

soumitrisha kundu did this for her fan

নন্দিনী দিদি (Nandini Didi): ভাইরাল দিদি নন্দিনীও রয়েছেন তালিকায়। বিভিন্ন ফুড ভ্লগারদের দৌলতে আজ তার পরিচিতি সর্বত্র। এই স্মার্ট দিদি যদি বিগবসে যান তাহলে সিজন হিট হবেই।

সোহিনী সরকার (Sohini Sarkar) : বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী হলেও সোহিনী সরকার। আর এখন তো ওটিটিতেও চুটিয়ে অভিনয় করছেন তিনি। যদিও ইদানিং তিনি চর্চায় রয়েছেন গায়ক শোভনের সঙ্গে সম্পর্কের কারণে। তাকেও বিগবসে পেলে মন্দ হয়না।

sohini sarkar 2

মোনালিসা (Monalisa) : অভিনেত্রীর অন্যতম চর্চিত প্রোজেক্ট হল ‘দুপুর ঠাকুরপো’। এই সিরিজের পর থেকেই অনুরাগীদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। এখন তাকে যদি বিগবসে দেখা যায় তাহলে তা খুব একটা আশ্চর্যের হবেনা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর