২০২৫-এই ধেয়ে আসছে বিপদ! ধ্বংসের দিকে এগোবে পৃথিবী, ঘুম ওড়াবে নস্ত্রাদামুসের ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী

বাংলা হান্ট ডেস্ক: ভবিষ্যদ্বাণী এই বিষয়টিকে অনেকেই গুরুত্ব দেন না। মনে করেন, এই সমস্ত কিছু আজগুবি কাহিনী। ভবিষ্যৎ কি কেউ বলে দিতে পারে নাকি? এমনই সব চিন্তাধারা রয়েছে অনেকের মধ্যে। কিন্তু পৃথিবীতে এমন কিছু ব্যক্তি আছে যাদের ভবিষ্যদ্বাণী শুধু কাজই করেনি, বলা যায় এনাদের দ্বারাই আগেভাগে সতর্ক হওয়া গিয়েছে। এর মধ্যে বুলগেরিয়ার বাবা ভাঙ্গা এবং ফ্রান্সের ষোড়শ শতাব্দীর নবী নস্ত্রাদামুস (Nostradamus) খুবই বিখ্যাত। এই দুই ব্যক্তির প্রতিটি শব্দের উপর বেশ গুরুত্ব দেন সকলেই। তবে এবার ২০২৫ নিয়ে ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী করেছেন নস্ত্রাদামুস।

২০২৫ নিয়ে ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী নস্ত্রাদামুসের (Nostradamus):

অ্যাডলফ হিটলারের উত্থান, ৯/১১ হামলা, কোভিড মহামারী ইত্যাদির মতো ঘটনা হুবহু মিলে গেছে এই ব্যক্তির কথা অনুসারে। মৃত্যুর আগেই তিনি এই ভবিষ্যদ্বাণী করে গেছেন। ১৫৫৫ সালে প্রকাশিত বিখ্যাত বই ‘লেস প্রফেটিস’-এ এই নিয়ে বিস্তারিত লিখে দিয়ে গেছেন ফরাসি ভবিষ্যৎ বক্তা নস্ত্রাদামুস (Nostradamus)। যেখানে বলা হয়েছে, ২০২৫ সালে ভয়ঙ্কর কিছুর সাক্ষী হতে চলেছে এই মানবজগত। ফের মহামারীর প্রহার আছড়ে পড়বে পৃথিবীর একটি অংশে।

২০২৫-এ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইতি ঘটবে: ২০২৪ সালের ভবিষ্যদ্বাণীতে যুদ্ধের কথা তিনি উল্লেখ করলেও, ২৫-এর ভবিষ্যদ্বাণী বলছে রাশিয়া-ইউক্রেনের দীর্ঘস্থায়ী যুদ্ধের সমাপ্তি ঘটবে। আর্থিক টানাপোড়েন, যুদ্ধে ক্লান্ত হয়ে সেনারা পিছিয়ে আসবে। ফলে উভয় পক্ষই এই যুদ্ধ থেকে সরে দাঁড়াবে। তবে দুই দেশের সম্পর্কে সমীকরণ ঠিক কি হবে সে কথা না জানা গেলেও, যুদ্ধের অবসানে বৈশ্বিক শান্তি ফিরে আসবে।

Predictions of Nostradamus For 2025

ইংল্যান্ডে মহামারীর উপদ্রব: নস্ত্রাদামুসের (Nostradamus) মতে, একদিকে যেমন যুদ্ধের পরিস্থিতি ঠান্ডা হবে, উল্টোদিকে ইংল্যান্ড মহামারীর কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। ভবিষ্যৎ বক্তার মতে, এই মহামারী যুদ্ধের চেয়েও খারাপ হিসেবে প্রমাণিত হতে পারে ইংল্যান্ডের জন্য। মূলত প্লেগের উপদ্রবেই চিন্তার ভাঁজ সৃষ্টি হবে ইংরেজদের দেশে।

আরও পড়ুনঃ আর নেই চিন্তা! এবার মনের আনন্দে করুন ট্রেনে সফর, দেশের মধ্যবিত্তদের জন্য বিরাট ঘোষণা রেলমন্ত্রীর

পৃথিবীর সঙ্গে উল্কাপিণ্ডের সংঘর্ষ: ২০২৫ সালে মহাকাশে বিপদ ঘনিয়ে আসতে চলেছে। ভবিষ্যদ্বাণী অনুসারে, এই বছর বিশালাকার গ্রহাণুর সঙ্গে সংঘর্ষ হবে পৃথিবীর। যদিও প্রায় সময় পৃথিবীর সঙ্গে বিভিন্ন উল্কাপিণ্ডের সংঘর্ষ হচ্ছে। কিন্তু এবারের গ্রহাণু সংঘর্ষ পৃথিবীর জন্য অশুভ হতে পারে।

আরও পড়ুনঃ বাংলা ছবিতে বড়সড় বিনিয়োগ, শিবপ্রসাদ-নন্দিতার উইন্ডোজের সঙ্গে চুক্তিবদ্ধ আদানি

ব্রাজিলে ভয়াবহ বন্যা নিয়ে ভবিষ্যদ্বাণী: নস্ত্রাদামুস (Nostradamus) ২০২৫ সালের ব্রাজিলের ভয়াবহ বন্যার পূর্বাভাস দিয়েছেন। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলকে “গার্ডেন অফ দ্য ওয়ার্ল্ড” নামে সম্বোধন করে বন্যার পরিস্থিতির কথা উল্লেখ করেছেন। সেই সাথে, জলবায়ু পরিবর্তন এবং আগ্নেয়গিরি জেগে ওঠার সম্ভাবনাও আছে। সত্যি এমনটা হয় তাহলে ব্রাজিল মহাবিপদের মুখে দাঁড়িয়ে। ভবিষ্যৎ বক্তার, এই একের পর এক ঘটনা মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার কেউ কেউ বিষয়গুলিকে নিছক ভ্রান্ত ধারণা বলে উড়িয়ে দেন। তবে আগামী বছর ২০২৫ ঠিক কিভাবে কাটবে তা কিন্তু ভবিষ্যতেই বলতে পারবে।

(এই প্রতিবেদনটি নস্ত্রাদামুসের করা ভবিষ্যদ্বাণীর উপর নির্ভর করে লেখা হয়েছে, বাংলা হান্ট এর সত্যতা যাচাই করেনি)

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর