বাংলা হান্ট ডেস্ক: প্যারাঅলিম্পিক্স গেমসে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে পদক জিতলেন ভারতীয় অ্যাথলিট প্রীতি পাল (Preethi Pal)। তিনি ১০০ মিটার T35 বিভাগে দেশের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, প্রীতি হলেন প্রথম ভারতীয় অ্যাথলিট যিনি ট্র্যাক ইভেন্টে পদক জিতেছেন।
প্যারাঅলিম্পিক্সে ইতিহাস গড়লেন প্রীতি (Preethi Pal):
এদিকে, এই রেসের সময় প্রীতি (Preethi Pal) তাঁর ব্যক্তিগত রেকর্ডও ভেঙে দেন। তিনি এই রেসটি ১৪.২১ সেকেন্ডে শেষ করেছিলেন। জানিয়ে রাখি যে, প্যারিস প্যারাঅলিম্পিক্সে ভারতের শুরুটা ছিল দুর্দান্ত। খেলার দ্বিতীয় দিনেই ভারত তিনটি পদক জিতেছে। দেশের হয়ে প্রথম সোনা পেয়েছেন শ্যুটার অবনী লেখারা, ব্রোঞ্জ পদক জিতেছেন মোনা আগরওয়াল। পাশাপাশি, ব্রোঞ্জ পদক জিতলেন প্রীতিও।
Preeti Pal wins third medal for India. 1st medal for India in Paralympics track history.
Preeti Pal creates new PB of 14.21 in 100m T35.#Paralympics2024 pic.twitter.com/ZhyaQh8UbM— Paralympics 2024 Updates (@Badminton7799) August 30, 2024
প্রীতি তাঁর ভালো ফর্ম অব্যাহত রেখেছেন: চলতি বছর দুর্দান্ত ফর্মে রয়েছেন প্রীতি (Preethi Pal)। তিনি ষষ্ঠ ইন্ডিয়ান ওপেন প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দু’টি স্বর্ণপদক জিতেছিলেন। এরপরে, বিগত মে মাসে, এই খেলোয়াড় জাপানের কোবেতে অনুষ্ঠিত বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।
আরও পড়ুন: আর নেই রেহাই, চিনের কারসাজিতে বিরাট সঙ্কটে মলদ্বীপ! সামনে এল ভয়াবহ তথ্য
মূলত, T35 ২০০ মিটার ইভেন্টে তিনি এই পদক জিতেছিলেন। এই ব্রোঞ্জ পদকের সাথে, তিনি প্যারিস প্যারাঅলিম্পিকের জন্যও যোগ্যতা অর্জন করেন। তবে এবার ভারতের এই কন্যা (Preethi Pal) দেশকে প্রথম ট্র্যাক এবং ফিল্ড পদক এনে দিয়েছেন।
আরও পড়ুন: ৭৮ বছরে এই প্রথম! এবার বিরাট নজির গড়তে চলেছেন প্রধানমন্ত্রী মোদী, জানলে হয়ে যাবেন “থ”
প্রীতির সংগ্রাম: প্রসঙ্গত উল্লেখ্য যে, প্রীতি পাল (Preethi Pal) জন্মগ্রহণ করেন মীরাটে। ছোটবেলা থেকেই সেরিব্রাল পালসিতে ভুগছিলেন তিনি। মীরাটে তিনি ভালো চিকিৎসা করাতে পারেননি। কিন্তু তা সত্বেও প্রীতি ক্রীড়া জগতে নাম কুড়িয়েছেন। তিনি দিল্লিতে কোচ গজেন্দ্র সিংয়ের অধীনে প্রশিক্ষণ নিয়েছেন। যিনি সিমরন শর্মারও কোচ।