৮ মাসের অন্তঃসত্ত্বা! তবুও বিরাম নেই কাজে, ভোটের মরশুমে দিনরাত ছুটেছেন পুলিশ সুপার নিবেদিতা

বাংলাহান্ট ডেস্ক : ‘গল্প হলেও সত্যি’ ছবিতে রবি ঘোষের একটি সংলাপ ছিল, “যার যেখানে কর্ম তার সেখানেই মুক্তি।” যুগ যুগান্তর ধরে বিশ্বের নানান জ্ঞানী পুরুষেরাও বলে গেছেন কর্মের কথা। তবে কখনো কখনো কিছু মানুষ এমন উদাহরণ তৈরি করেন যা আমাদের নতুন করে ভাবতে শেখায়। কেতাবি কথার বাঁধন থেকে বেরিয়ে এই মানুষেরা তৈরি করেন বাস্তব উদাহরণ।

পুলিশ সুপার নিবেদিতা নায়ডু ৮ মাসের অন্তঃসত্ত্বা। এই অবস্থায় তার ভীষণভাবে বিশ্রামের দরকার। তা সত্ত্বেও দিনরাত এক করে পালন করে চলেছেন নিজের ডিউটি। কর্তব্যের খাতিরে ছুটে বেড়াচ্ছেন এপ্রান্ত থেকে ওপ্রান্তে। ভোটে তো ছিলই, মধ্যপ্রদেশের (Madhyapradesh) উমরিয়ার পুলিশ সুপার নিবেদিতা ভোট পরবর্তী শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে অবিচল।

আরোও পড়ুন : নদী থেকে উঠে এল লাখ লাখ টাকা! অবিশ্বাস্য প্রাপ্তি দম্পতির, এ যেন বাস্তবের ব্যোমকেশ কাহিনী!

সারাদিন গোটা জেলা চষে ফেলছেন। চালাচ্ছেন নজরদারি। নিবেদিতার সহকর্মীরা বলছেন, ক্লান্তি যেন স্পর্শ করতে পারে না এসপি ম্যাডামকে। অপরাধী ধরতে যাওয়া থেকে শুরু করে নাকা চেকিং, সবকিছুতেই নজরদারি চালাচ্ছেন। কাজের জন্য দিনের মধ্যে দশ ঘন্টা তিনি ব্যস্ত থাকছেন এই অবস্থাতেও।

আরোও পড়ুন : সোনায় সোহাগা! সামনেই টানা তিন দিন ছুটি, কবে মিলবে? দেখুন পশ্চিমবঙ্গ সরকারের ভ্যাকেশন লিস্ট

নিবেদিতার সহকর্মীরা জানিয়েছেন, শুধু দিন নয়, রাতেও সক্রিয় থাকেন নিবেদিতা। কোনো ঘটনা ঘটলেই সশরীরে হাজির হয়ে যান সেখানে। নিবেদিতাকে মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়েছিল। তবে সেই ছুটির পরোয়া না করে নিবেদিতা সামলে যাচ্ছেন নিজের কাজ। নিবেদিতা নায়ডু ২০১৬ ব্যাচের আইপিএস।

IMG 20240606 034824

গত বছর থেকে তিনি রয়েছেন উমরিয়ার পুলিশ সুপারের দায়িত্বে। গত বিধানসভা নির্বাচনেও খুব ভালো কাজ করছিলেন তিনি। চলতি লোকসভা নির্বাচনের দায়িত্বও পড়েছিল তার কাঁধে। তবে ততদিনে তিনি আট মাসের অন্তঃসত্ত্বা। কিন্তু নিবেদিতা সবকিছুকে পিছনে ফেলে নেমে পড়েছেন কর্তব্যে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর