বাংলাহান্ট ডেস্ক: মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য নজির গড়ল রেল পুলিশ। একটি ট্রেনের কামরা এবং পশ্চিমবঙ্গের (West Bengal) নিউ ফারাক্কা স্টেশন যেন কিছুক্ষণের জন্য হয়ে উঠল লেবার রুম। দিল্লি থেকে মালদহগামী এক্সপ্রেস ট্রেনে জন্ম এক কন্যা সন্তানের জন্ম দিলেন এক মহিলা। ট্রেনের মধ্যেই তীব্র প্রসব বেদনা ওঠায় মহিলা সহযাত্রী ও রেল পুলিশ তড়িঘড়ি ট্রেন থেকে নামায়। তাঁদের সাহায্যেই প্ল্যাটফর্মেই এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
ঘটনাটি ঘটেছে নিউ ফরাক্কা স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে। শুক্রবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদ স্টেশন থেকে ১৪০০৪ দিল্লি-মালদহ এক্সপ্রেসে ওঠেন সাবিত্রী মুর্মু এবং তাঁর স্বামী রবি হাঁসদা। সাবিত্রী সেই সময় অন্তঃসত্ত্বা ছিলেন। ট্রেনটি শনিবার ভোর ৩টে নাগাদ নিউ ফারাক্কা স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছয়। সেই সময়েই চূড়ান্ত প্রসব বেদনা ওঠে সাবিত্রীর।
ট্রেনের জেনারেল কামরায় সফর করছিলেন সাবিত্রী এবং রবি। প্রচণ্ড প্রসব বেদনায় কাতরাতে থাকা সাবিত্রীর সাহায্যের জন্য কামরায় কোনও মহিলা রেল পুলিশ কর্মী ছিলেন না। সেই সময়ে যন্ত্রণায় কাতরাতে থাকা ওই প্রসূতিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন কামরার অন্যান্য মহিলা সহযাত্রীরা। সাবিত্রীকে ট্রেন থেকে নামিয়ে তাঁরাই রেল পুলিশের কাছে খবর দেন।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। কিন্তু প্রসব বেদনা চূড়ান্ত অবস্থায় চলে যাওয়ায় প্ল্যাটফর্মেই একটি কন্যা সন্তানের জন্ম দেন ওই প্রসূতি। সন্তানের জন্মের পর দ্রুত ব্যবস্থা নিয়ে রেলের সহায়তায় মা ও মেয়েকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখন সুস্থই রয়েছেন সাবিত্রী ও তাঁর মেয়ে।
নিউ ফারাক্কা জিআরপি সূত্রে খবর, ওই প্রসূতির এমন পরিস্থিতির খবর পেয়ে তাঁকে উদ্ধার করতে সেখানে ছুটে যান পুলিশ কর্মীরা। এরপর রেল পুলিশের পক্ষ থেকেই দ্রুত অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়। কিন্তু ততক্ষণ সাবিত্রী প্ল্যাটফর্মেই সন্তানের জন্ম দিয়ে ফেলেন। সন্তান জন্মানোর পর রেল পুলিশের পক্ষ থেকেই ওই মহিলাকে চিকিৎসার জন্য স্থানীয় বেনিয়া গ্রাম স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। বর্তমানে সাবিত্রী ও তার সন্তান সুস্থ রয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে।