শহিদ জওয়ানদের স্ত্রী-সন্তানদের জন্য ১ কোটি টাকার অনুদান! ‘অপারেশন সিঁদুর’ এর পরেই বড় সিদ্ধান্ত প্রীতির

Published On:

বাংলাহান্ট ডেস্ক : যুদ্ধক্ষেত্রে শহিদ সেনা জওয়ানের স্ত্রী এবং সন্তানদের জন্য বড় সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী প্রীতি জিন্টা (Preity Zinta)। শহিদ জওয়ানদের বিধবা স্ত্রী এবং সন্তানদের কল্যাণের জন্য বড় অঙ্কের টাকা অনুদান দিয়েছেন তিনি। পহেলগাঁও হামলার পরেই পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে ভারত। তার পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছিল। সে সময়ে সীমান্তে কয়েকজন সেনা জওয়ানের শহিদ হওয়ার খবর পাওয়া যায়। এবার শহিদ সেনাদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রীতি (Preity Zinta)।

শহিদ জওয়ানদের স্ত্রী-সন্তানদের জন্য অনুদান প্রীতির (Preity Zinta)

সরকারি বিবৃতিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, সাউথ ওয়েস্টার্ন কমান্ডের আর্মি ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে একটি বড়সড় অঙ্কের টাকা অনুদান দিয়েছেন প্রীতি (Preity Zinta)। জানা গিয়েছে, শহিদ জওয়ানদের বিধবা স্ত্রী এবং সন্তানদের পাশে দাঁড়াতে ১ কোটি ১০ লক্ষ টাকা অনুদান দিয়েছেন অভিনেত্রী। তাঁর এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসতেই ধন্য ধন্য পড়ে গিয়েছে অনুরাগী মহলে।

Preity Zinta donated 1 crore for martyr indian jawans family

কী বললেন অভিনেত্রী: গত শনিবার রাজস্থানের জয়পুরে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথ ওয়েস্টার্ন কমান্ডের প্রধান, আর্মি ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি, সেনাদের পরিবারেরও অনেক সদস্য। প্রীতি (Preity Zinta) এদিন অনুদানের কথা ঘোষণার পর বলেন, সেনা জওয়ানদের আত্মত্যাগের প্রতিদান দেওয়া সম্ভব নয় কখনোই। কিন্তু তাও প্রতিটি দেশবাসীর উচিত যতটা সম্ভব সাহায্য করা।

আরো পড়ুন : এই সম্পর্কটাও টিকল না? যশ নুসরতের বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই ‘ইঙ্গিতবহ’ পোস্ট নায়িকার

জওয়ানদের আত্মত্যাগকে কুর্নিশ প্রীতির: অভিনেত্রী (Preity Zinta) আরো বলেন, সেনাবাহিনীর সাহসী পরিবারদের সহায়তা প্রদান করা সম্মানের এবং দায়িত্বও বটে। জওয়ানদের আত্মত্যাগের প্রতিদান দেওয়া সম্ভব নয়। কিন্তু তাঁদের পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁদের এগিয়ে যেতে সাহায্য করা যায়।

আরো পড়ুন : অনিশ্চয়তার মধ্যেই আসছে নতুন সিরিয়াল, জলসার ‘রাণী ভবানী’তে বড় চমক অরিজিতার

উল্লেখ্য, প্রীতি নিজেও সেনা পরিবারের মেয়ে। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী জানিয়েছিলেন, সেনা পরিবারে জন্ম হওয়ায় সবটা খুব কাছ থেকে দেখেছেন তিনি। তাঁর কখনো কখনো মনে হয়, সেনা জওয়ানদের থেকেও তাঁদের পরিবারের সদস্যদের সাহস এবং শক্তি বেশি। কারণ তাঁরা সব জেনেশুনেই দেশের জন্য স্বামী, সন্তানদের লড়তে পাঠান।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X