বাংলাহান্ট ডেস্ক: শুরু হয়ে গিয়েছে আইপিএল (IPL)। রবিবার রয়াল চ্যালেঞ্জারস বেঙ্গালুরুর বিরুদ্ধে জিতেছে কিংস ইলেভেন পঞ্জাব। টিমের সহ মালকিন প্রীতি জিন্টা (Preity Zinta) এবারে নিজের টিমকে উৎসাহ দিতে স্টেডিয়ামে থাকতে পারেননি। সদ্য মা হয়েছেন তিনি। ছোট্ট ছোট্ট দুই সন্তানের সুরক্ষার কথা মাথায় রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের বাড়িতেই রয়েছেন প্রীতি।
রবিবার সেখান থেকেই টিভিতে আইপিএলের ম্যাচ দেখলেন অভিনেত্রী। তবে একা নয়, সঙ্গে ছিল তাঁর দুই খুদে জয় ও জিয়া। এটাই দুই পুঁচকের প্রথম আইপিএল। আর প্রথম ম্যাচেই মায়ের টিমকে জিততে দেখল জয় আর জিয়া। দুই খুদের ম্যাচ দেখার মুহূর্তের ছবি শেয়ার করেছেন প্রীতি।
ছবিতে দেখা যাচ্ছে, টিভির সামনে ছেলে মেয়েকে শুইয়ে দিয়েছেন অভিনেত্রী। দিব্যি ভাই বোন মিলে ম্যাচ দেখছে। ক্যাপশনে প্রীতি লিখেছেন, ‘নতুন টিম, নতুন অধিনায়ক আর নতুন অনুরাগী। ধন্যবাদ কিংস ইলেভেন পঞ্জাব এত রান তাড়া করে জেতার জন্য আর জয় জিয়ার প্রথম আইপিএল স্মরণীয় করে তোলার জন্য। আমি আনন্দ ধরে রাখতে পারছি না।’
গত ফেব্রুয়ারি মাসেও বাড়িতে বসেই নিলাম পর্ব দেখেছিলেন প্রীতি। আর অনুরাগীদের দেখিয়েছিলেন তাঁর খুদের এক ঝলক। একটি মিষ্টি সেলফি শেয়ার করেছিলেন প্রীতি। তবে সবথেকে বেশি নজর কেড়েছিল তাঁর কোলে ঘুমিয়ে থাকা তোয়ালেতে মোড়ানো ছোট্ট খুদে।
https://www.instagram.com/p/CbniDjRug4v/?utm_medium=copy_link
মজা করে অভিনেত্রী লিখেছিলেন, লাল নিলামের প্যাডেলের বদলে নরম শিশু সন্তানকে কোলে নিতে তাঁর বেশ ভালোই লাগছে। পাশাপাশি কিংস ইলেভেন পঞ্জাবের জন্য শুভ কামনাও পাঠিয়েছেন তিনি।
ভারতীয় বংশোদ্ভূত হলেও মার্কিন নাগরিক জিনকে বিয়ে করে সেদেশেই সংসার পেতেছেন প্রীতি। দুই সন্তানকে তাই মিশ্র সংষ্কৃতিতেই বড় করে তুলতে চান তিনি। নামও রেখেছেন সেকথা মাথায় রেখেই। জয় একটি ভারতীয় নাম। এর অর্থ জিত, বিজয়ী হওয়া। অপরদিকে জিয়া একটি ইতালীয় নাম। এর অর্থ ‘ঈশ্বর করুণাময়’। গত বছর নভেম্বরে মা হয়েছেন প্রীতি।