বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক জুটমিল। হাওড়া, ভরত জুটমিলের পর এবার চেঙ্গাইলের প্রেমচাঁদ জুটমিলেও তালা পড়ল। কাজ হারালেন চার হাজার শ্রমিক। মঙ্গলবার সকালে জুটমিলের দেওয়ালে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলায় কর্তৃপক্ষ। সেই নোটিশ দেখার পরই মাথায় আকাশ ভেঙে পড়ে জুটমিলে কর্মরত শ্রমিকদের।
চেঙ্গাইল জুটমিলের শ্রমিকরা সংবাদমাধ্যমের কাছে জানান, সকাল বেলায় কাজে যোগ দিতে এসে দেখি দেওয়ালে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ টাঙানো হয়েছে। ওই নোটিশে লেখা ছিল, কাঁচামালের অভাবে অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধ করা হচ্ছে।
অজিত কুমার সাধুখাঁ নামের এক শ্রমিক জানান, সকালে নোটিশ দেখে মাথা ঘুরে গিয়েছিল। আমরা নোটিশটি ঠিকভাবে খতিয়ে দেখলে দেখতে পাই যে, সেখানে কর্তৃপক্ষ দায়সারা ভাবে কাজ বন্ধের নির্দেশ জারি করেছে। নোটিশে কর্তৃপক্ষের সই, স্ট্যাম্প কিছুই ছিল না। লেবার অফিসারেরও কোনও সই ছিল না। হাতে একটা নোটিশ লিখে আমাদের কাজ বন্ধ করে দেওয়া হল।
উল্লেখ্য, করোনার কারণে ৩০ শতাংশ শ্রমিক নিয়ে কারখানা চালানোর নির্দেশ জারি করেছিল সরকার। প্রশাসনের সেই নির্দেশ মোট ৩০ শতাংশ শ্রমিক নিয়েই চলছিল কাজ। কিন্তু মঙ্গলবার সকালে আচমকাই কারখানা বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। এরফলে ৪ হাজার কর্মী কর্মহীন হয়ে পড়েন।