বাংলাহান্ট ডেস্ক : করোনার নতুন সাব ভেরিয়েন্ট বিএফ-৭ তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত ভারতবর্ষে বিশেষ থাবা বসাতে পারেনি। তবে বিশেষজ্ঞদের মত, তাই বলে মোটেও নতুন এই সাব ভেরিয়েন্টকে হেলাফেলা করা যাবে না। সামনেই বড়দিন। এই উৎসবের মরশুমেও করোনার নতুন ভেরিয়েন্টকে আটকাতে স্বাস্থ্যকর্তারা শনিবারও কেন্দ্র ও রাজ্যস্তরে বৈঠকে বসবেন। শনিবার এই বৈঠক হওয়ার কথা ভার্চুয়াল মাধ্যমে।
রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আজ সকালে বৈঠক করেছেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের কর্তা- আধিকারিকদের সাথে। এই বৈঠকের ২ ঘণ্টা পরই কেন্দ্রের সাথে বৈঠক হবে রাজ্যগুলির। সূত্রের খবর, জেলার সব কোভিড হাসপাতালগুলিতে বিশেষ মহড়া হবে আগামী মঙ্গলবার। কেন্দ্র তারই কার্যপ্রণালী নিয়ে বৈঠক করবে রাজ্যগুলির সাথে। এর আগের বার করোনা পরিস্থিতিতে যেসব ত্রুটি রয়ে গিয়েছিল তা যাতে এইবার না হয় সেই বিষয়টি খতিয়ে দেখা হবে।
এছাড়াও বিশেষজ্ঞরা মনে করছেন এই ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন করতে হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য এই বিষয়গুলি নিয়ে শুক্রবারই রাজ্যগুলিকে বার্তা দিয়েছেন। তিনি মূলত জোর দিতে বলেছেন চারটি বিষয়ের উপর। নমুনা পরীক্ষা, ট্রয়াকিং, চিকিৎসা ও টিকাকরণের উপর তৎপরতার বার্তা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ভার্চুয়াল বৈঠক করেছেন রাজ্যগুলির কোভিড পরিস্থিতি ও তার প্রস্তুতি নিয়ে।
এছাড়াও বলা হয়েছে, শারীরিক দূরত্ব বিধি পালন করা, হাত স্যানিটাইজ করা ও মাস্ক পরার উপর বিশেষ জোর দিতে। সম্প্রতি প্রতিবেশী রাজ্য ওড়িশায় করোনার নয়া প্রজাতির হদিস মিলেছে। এর ফলে দুশ্চিন্তা বেরেছে বাংলার। প্রত্যেকটি হাসপাতালে অক্সিজেন সরবরাহ সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে এইচডিইউ ও আইসিইউ এর পরিকাঠামোর।