উধাও হচ্ছে Apple, পিছিয়ে পড়ছে দিনের পর দিন! স্মার্টফোনের দুনিয়ায় এবার ফার্স্ট পজিশনে এই সংস্থা

বাংলাহান্ট ডেস্ক : বিশ্বের এক নম্বর মোবাইল সংস্থা হওয়া থেকে ফের একবার পিছিয়ে পড়ল অ্যাপেল। ২০২৪ সালের প্রথম প্রান্তিকে অ্যাপেলের ফোনের রপ্তানি কমেছে ১০ শতাংশ। গবেষণা প্রতিষ্ঠান আইডিসির প্রতিবেদনে এই তথ্য সামনে এসেছে। আইডিসির প্রতিবেদনে জানানো হয়েছে, জানুয়ারি থেকে মার্চের মধ্যে গোটা পৃথিবীতে মোবাইল শিপমেন্ট ৭.৮% বৃদ্ধি পেয়ে হয়েছে ২৮৯ মিলিয়ন। 

অন্যদিকে, এই সময় কোরিয়ান স্মার্টফোন সংস্থা স্যামসাংয়ের বাজার শেয়ার হয়েছে ২০.৮%, যা অ্যাপেলের থেকে বেশি। অ্যাপেলের ফোন বেশ ভালো বাজার দখল করেছিল ডিসেম্বর মাসের প্রান্তিকে। অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে স্যামসাংকে হারিয়ে বিশ্বের এক নম্বর মোবাইল সংস্থা হয়ে ওঠে অ্যাপেল। তবে ১৭.৩% মার্কেট শেয়ার নিয়ে এই সংস্থা গত প্রান্তিকে নেমে এসেছে দ্বিতীয় স্থানে।

আরোও পড়ুন : সারা জীবনের আয় দান! ২০০ কোটি টাকা হেলায় বিলিয়ে দিলেন এই ব্যবসায়ী! কারণ জানলে শ্রদ্ধা হবে

২০২৪ সালের প্রথম প্রান্তিকে ১৪.১ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে বিশ্ববাজারে তৃতীয় স্থানে অবস্থান করছিল চীনা মোবাইল ব্র্যান্ড Xiaomi। এই সময়ে বাজার শেয়ার বৃদ্ধি পেয়েছে হুয়াওয়ের মতো অন্যান্য চীনা ব্র্যান্ডেরও। ২০২৪ এর শুরুতেই Samsung বাজারে আনে Galaxy S24 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন।

Apple 545

এই সময়টাতে Samsung রপ্তানি করে ৬০ মিলিয়নেরও বেশি ফোন। এই একই সময় অ্যাপেলের পক্ষ থেকে রপ্তানি করা হয় ৫০.১ মিলিয়ন আইফোন। তাই গত বছর শেষের দিকে অ্যাপেলের পারফরম্যান্স যথেষ্ট ভালো হলেও, নতুন বছরে স্মার্টফোনের বাজারে আধিপত্য দেখাতে শুরু করেছ Samsung।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর