রেমাল তান্ডবে ‘শেষ’ বাংলাদেশ! প্রাণ গেল ১০ জনের, ধ্বংস ৩৫ হাজার বাড়ি, বিদ্যুৎ বিচ্ছিন্ন পৌনে ৩ কোটি

বাংলাহান্ট ডেস্ক : ঘূর্ণিঝড় রেমালের (Remal) তাণ্ডবে বাংলাদেশে (Bangladesh) প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০ জন। গত দুদিনের এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩৫ হাজার বাড়ি। হিসাব অনুযায়ী, রেমালের তান্ডবে ওপার বাংলার ১৯ টি জেলার ৩৭ লাখ ৫৮ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকারি সূত্র তুলে ধরে বাংলাদেশের দৈনিক সংবাদপত্র ‘প্রথম আলো’ এই খবর জানিয়েছে।

ঢাকার সচিবালয়ে রেমাল পরবর্তী ত্রাণ, উদ্ধারকার্য এবং পুনর্বাসন নিয়ে সোমবার বৈঠক করেন বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। বৈঠকের পর সাংবাদিকদের তিনি জানিয়েছেন, সোমবার বিকাল পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের ফলে খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালি, ভোলা এবং চট্টগ্রামে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

   

আরোও পড়ুন : খেল দেখাচ্ছে নিম্নচাপ! ঢাকা থেকে মাত্র ১০০ কিমি দূরেই অবস্থান! প্রবল বর্ষণের পূর্বাভাস উত্তরবঙ্গে

এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বিদ্যুতের খুঁটি উপরে গেছে উপকূলীর জেলাগুলিতে। যার জেরে ব্যাহত হয়েছে বিদ্যুৎ পরিষেবা।  ‘প্রথম আলো’য় জানানো হয়েছে, বিদ্যুৎ বিতরণ সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)-এর ২কোটি ৭০ লক্ষের বেশি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। এছাড়াও ‘ওয়েস্ট জ়োন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি’ (ওজোপাডিকো)-র প্রায় পাঁচ লক্ষ গ্রাহক বিদ্যুৎ পরিষেবা থেকে বিচ্ছিন্ন বলে দাবি করা হয়েছে।

1716820144 bangladesh reuters

ঘূর্ণিঝড় রেমাল রবিবার রাত সাড়ে ১১ টা নাগাদ ল্যান্ড ফল করে পশ্চিমবঙ্গ উপকূল এবং বাংলাদেশের খেপুপাড়া উপকূলে। এর প্রভাবে ব্যাপক ঝড়-বৃষ্টি শুরু হয় উপকূলের বিভিন্ন জেলায়। পটুয়াখালির খেপুপাড়ায় এদিন রাত দেড়টা থেকে ২টো মধ্যে সবথেকে তীব্র গতিতে ঘন্টায় প্রায় ১১১ কিলোমিটার বেগে ঝড় বইতে থাকে। প্রবল জলোচ্ছ্বাসে জলমগ্ন হয়ে পড়ে উপকূলীয় জেলাগুলি। প্রচুর মাছের ভেড়ি ভেসে যায়। এছাড়াও সেদেশের সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, নোনা জল ঢুকে নষ্ট হয়েছে প্রচুর কৃষি জমি।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর