ডুবতে বসেছেন মাস্ক, উচ্ছ্বসিত আদানি! এক খবরেই বিপুল সম্পত্তি প্রাপ্তি গৌতমের

বাংলাহান্ট ডেস্ক : আশঙ্কার কালো মেঘ ধীরে ধীরে কেটে যাচ্ছে আদানি গ্রুপের উপর থেকে। হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশিত হওয়ার পর এই সংস্থা বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছিল। তারপর থেকে ফের একবার নিজেদের জমি শক্ত করছে আদানি গ্রুপ। এই কোম্পানির শেয়ার ক্রমাগত বৃদ্ধি পেয়েছে গত দু সপ্তাহ ধরে। একই সাথে গৌতম আদানিরও বৃদ্ধি পেয়েছে সম্পত্তি (Property)।

গত দুই সপ্তাহ ধরে ব্যাপক সম্পত্তি বৃদ্ধি পেয়েছে গৌতমের (Gautam Adani)। এই কোম্পানির মার্কেট ক্যাপ বৃদ্ধির সাথে সাথে নেট ওয়ার্থ বৃদ্ধি পেয়েছে গৌতম আদানির। এর ফলে বিশ্বের ধনকুবেরদের তালিকায় ক্রমশ উপরের দিকে উঠছেন গৌতম। শেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী আদানি বর্তমানে ২১ নম্বর স্থানে রয়েছেন। ফলে, সব মিলিয়ে ফের মুখে হাসি চওড়া হচ্ছে আদানির।

আদানি নিজের স্থান শক্ত করলেও তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইলন মাস্ক (Elon Musk) ক্ষতির সম্মুখীন হয়েছেন। ইলনের একদিনে ৫.৯ বিলিয়ন ডলার সম্পত্তি হ্রাস পেয়েছে। পরপর ধাক্কা খাওয়ার ফলে বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি হওয়ার প্রতিযোগিতায় বারবার বাধা পাচ্ছেন ইলন মাস্ক। বলা বাহুল্য, বিলিয়নিয়ারদের অবশ্য ওঠাপড়া লেগেই রয়েছে কিন্তু এবার তালিকায় বেশ বড় পরিবর্তন আসতে চলেছে।

Adani Group

বৃহস্পতিবার বিপুল পরিমাণ বৃদ্ধি পায় গৌতম আদানির নেট ওয়ার্থ। ফোর্বস বিলিয়নেয়ার তালিকা অনুসারে, গৌতমের সম্পত্তি ১৩৩ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে মাত্র একদিনে। ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নেয়ার সূচকে গৌতম বর্তমানে রয়েছেন ২৫ নম্বর স্থানে। এই মুহূর্তে ৫৫.৪ বিলিয়ন ডলার সম্পত্তির মালিক গৌতম। বিশেষজ্ঞরা ধারণা করছেন খুব শীঘ্রই তিনি শীর্ষ ১০ ধনী ব্যক্তির তালিকায় ঢুকে পড়বেন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর