১২ দিন ধরে হাসপাতালে ভর্তি অভিনেত্রী লিলি চক্রবর্তী! কী হয়েছে অভিনেত্রীর? এখন কেমন আছেন?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বয়স ৮২ বছর। কিন্তু তা সত্ত্বেও দাপটের সাথে অভিনয় করে চলেছেন ধারাবাহিকে। নিম ফুলের মধু ধারাবাহিকে ঠাম্মির চরিত্রে অভিনয় করছেন বর্তমানে। তবে কিছুদিন ধরে লিলি চক্রবর্তীকে দেখা যাচ্ছিল না এই সিরিয়ালে। অনেকের মনেই তাই প্রশ্ন জাগতে শুরু করেছিল কোথায় গেলেন তিনি?

লিলি চক্রবর্তীর দীর্ঘদিনের হাঁপানির সমস্যা রয়েছে। ফুসফুসে সংক্রমণ নিয়ে গত ১২ দিন ধরে বর্ষীয়ান এই অভিনেত্রী ভর্তি রয়েছেন হাসপাতালে। সিওপিডির সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন লিলি চক্রবর্তী। শ্বাসকষ্টের সমস্যার জন্য অভিনেত্রীকে ভর্তি করানো হয় হাসপাতালে। যদিও জানা যাচ্ছে অভিনেত্রী এখন আগের থেকে কিছুটা হলেও ভালো রয়েছেন।

আরোও পড়ুন : বিশ্বের সবথেকে পুরনো ১০টি রেল স্টেশন! তালিকায় ভারতেরও একটি, জানুন কোথায় আছে

সিরিয়ালের পাশাপাশি লিলি চক্রবর্তী এই সময়ের কিছু সিনেমাতেও অভিনয় করেছেন। বর্ষীয়ান এই অভিনেত্রী সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে পোস্ত ছবিতে অভিনয় করে সবাইকে চমকে দিয়েছিলেন। সিনেমা ছাড়াও তাল মিলিয়ে করে চলেছেন একের পর এক সিরিয়াল। অভিনেতা রুবেল দাস একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘চেস্ট ইনফেকশন ছিল। এখন ভালো আছেন।’

81526262

নিমফুলের মধু ধারাবাহিকের এপিসোড প্রোডিউসার মধুমিতা সিনহা বলেন, ‘ফুসফুসে হালকা ইনফেকশন ছিল। এখন ঠিক আছেন। বাড়িতেই রয়েছেন। তবে ভীষণভাবে কাজে ফিরতে চাইছেন। যেহেতু ধারাবাহিকে এখন অনেকটাই চাপ রয়েছে তাই কয়েকদিন বিশ্রাম নিয়েই হয়তো শ্যুটিং শুরু করবেন তিনি।’ সব মিলিয়ে শিল্পীর ভক্তদের মধ্যে এখন একরাশ দুশ্চিন্তা।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X