বাংলাহান্ট ডেস্ক : মহিলাদের চিরকাল পর্দার আড়ালে রেখে চলাটাই তালিবাননের অন্যতম আদর্শ। আফগানিস্তানে (Afghanistan) ক্ষমতায় আসার পর একের পর এক খাঁড়ার ঘা নেমে এসেছে সে দেশের মহিলাদের উপর। এবার আরো একধাপ এগিয়ে নতুন নিষেধাজ্ঞা জারি করল তালিবান সরকার। আফগানিস্তানের তালিবান সরকার জানিয়েছে, মহিলারা এবার থেকে একে অপরের সামনে উচ্চস্বরে নামাজ পড়তে পারবেন না।
আফগানিস্তানে (Afghanistan) নারীদের কন্ঠরোধ
সম্প্রতি আফগানিস্তানে (Afghanistan) এই নিয়ম জারি করেছেন তালিবানের পুণ্য এবং পাপ প্রতিরোধ মন্ত্রী মহম্মদ খালিদ হানাফি। একটি টিভি চ্যানেলের প্রতিবেদন দাবি করেছে, আফগানিস্তানের তালিবান সরকারের নতুন ফতোয়া অনুযায়ী, একে অপরের উপস্থিতিতে নারীরা জোরে কোরান পড়তে পারবেন না।আফগান মন্ত্রী মহম্মদ খালিদ হানাফি জানিয়েছেন, ‘তকবির কিংবা আজান পাঠ করতে পারবেন না। জোরে জোরে গান করা কিংবা সঙ্গীতে তাল মেলানোর অনুমতিও নেই আফগান মহিলাদের।’
আরোও পড়ুন : লাগবেনা একটা টাকাও! এইসব ব্যাংকে খুলতে পারবেন Zero Balance Account, লিস্টটা দেখুন
প্রসঙ্গত, বর্তমানে স্বাস্থ্যকর্মী ছাড়া আর কোনও মহিলা বাইরে গিয়ে কাজ করার অনুমতি পান না আফগানিস্তানে (Afghanistan)। মহিলা স্বাস্থ্যকর্মীদের আবার নিষেধাজ্ঞা রয়েছে পুরুষ রোগীর পরিবারের লোকেদের সাথে কথা বলার ক্ষেত্রে। সব সময় মুখ ঢেকে কথাবার্তা চালাতে হয় সে দেশের মহিলাদের। অন্য পুরুষের চোখে চোখ রেখে কথা বলাটাও অপরাধ। অপরিচিত পুরুষদের সামনে যাতে মহিলারা উত্তেজিত না হয়ে যান তাই জন্যই নাকি এমন নিদান!
এছাড়াও বর্তমানে শুধুমাত্র প্রাথমিক শিক্ষা গ্রহণের অনুমতি রয়েছে সে দেশের মেয়েদের। তবে সেখানেও শিক্ষার্থীর সংখ্যা কমছে ব্যাপকভাবে। এই অবস্থায় ইউনেস্কো ধারণা করছে এমন পরিস্থিতি চলতে থাকলে বেড়ে যেতে পারে শিশুশ্রম ও বাল্যবিবাহ। একটি রিপোর্ট দাবি করেছে, আফগানিস্তানে (Afghanistan) ২০২১ সালে তালিবান সরকার প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়েছেন কমপক্ষে ১৪ লক্ষ শিশু কন্যা।