বাংলাহান্ট ডেস্ক : বুধবার সকালে চোখ মেলতেই এক অনন্য দৃশ্যের সাক্ষী থাকলেন সান্দাকফুর মানুষজন। মঙ্গলবার সারারাত ধরে হয়েছে অঝোরে বৃষ্টি। বুধবার সকালে চারদিক ঢেকে গেল সাদা বরফের চাদরে। বসন্তেও হঠাৎ যেন শীতের ছোঁয়া লাগল পাহাড়ে।আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল, আগামী কয়েকদিন দার্জিলিং সহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় হবে বৃষ্টিপাত।
সেই পূর্বাভাস মিলে গিয়েছে। গতকাল থেকে একাধিক জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। মঙ্গলবার রাত থেকেই বইতে শুরু করে ঝোড়ো হাওয়া। তার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। বুধবারও জলপাইগুড়ি সহ বিস্তীর্ণ এলাকায় চলছে বৃষ্টিপাত। হাওয়া অফিস জানিয়েছিল, দার্জিলিং-এর উঁচু পাহাড়ি অঞ্চলে হালকা থেকে মাঝারি তুষারপাত হতে পারে।
আরোও পড়ুন : ১২ দিন ধরে হাসপাতালে ভর্তি অভিনেত্রী লিলি চক্রবর্তী! কী হয়েছে অভিনেত্রীর? এখন কেমন আছেন?
পূর্বাভাস মতো মঙ্গলবার রাত থেকেই বইতে শুরু করে ঝোড়ো হাওয়া। তার সাথে কমতে থাকে তাপমাত্রার পারদ। সান্দাকফুতে রাত তিনটে থেকে বরফ পড়া শুরু হয়। তুষারস্নাত সকালের সাক্ষী থাকে সান্দাকফু। মাঝ রাত থেকেই শূন্যের বেশ কিছুটা নিচে নেমে যায় তাপমাত্রা। এই সময়টাতে বহু পর্যটক বসন্ত কাটাতে গিয়েছেন পাহাড়ে।
তবে এইভাবে যে তারা তুষারপাতের সাক্ষী থাকবেন তা কল্পনাও করতে পারেননি। বহু পর্যটক হোটেলের বারান্দা থেকেই উপভোগ করেছেন এই তুষারপাত।দার্জিলিং শহরে তাপমাত্রাও বেশ খানিকটা নিচে নেমেছে। সেখানেও বরফ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও দার্জিলিংবাসীদের মত, তেমন কিছু বড় ব্যতিক্রম না ঘটলে দার্জিলিং শহর বসন্তকালে বরফের সাক্ষী থাকবে না।