অসুস্থ! এখনও এলেন না ‘কালীঘাটের কাকু’! জেল থেকে যা পাঠানো হল… জোর শোরগোল!

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে (Kalighater Kaku) শুক্রবার দুপুর ১২টার মধ্যে বিচারভবনের সিবিআই আদালতে উপস্থিত করানোর কথা ছিল। তবে এদিন ঘড়ির কাঁটা ১২টা পেরিয়ে যাওয়ার পরেও তাঁকে আদালতে হাজির করানো হয়নি। দুপুর ২টোর পরেও ‘কাকু’কে (Sujay Krishna Bhadra) আদালতে নিয়ে আসা হয়নি বলে খবর।

  • শরীর খারাপ কালীঘাটের কাকুর (Kalighater Kaku)!

নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) সুজয় কৃষ্ণকে ‘শোন অ্যারেস্ট’ করতে চেয়ে আর্জি জানিয়েছে সিবিআই। তবে পরপর ২ দিন তিনি আদালতে হাজির হননি। বৃহস্পতিবার জেল কর্তৃপক্ষ জানায়, কালীঘাটের কাকুর ডায়েরিয়া হয়েছে। তাঁর পেটে ব্য়থা এবং দুর্বলতা রয়েছে। আজও অসুস্থতার কারণেই তাঁকে আদালতে হাজির করানো যায়নি বলে খবর।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, এদিন প্রেসিডেন্সি জেল থেকে সুজয় কৃষ্ণের মেডিক্যাল রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে, তাঁর শরীর ভালো নয়। গতকাল জেল হাসপাতালের চিকিৎসক মেডিক্যাল রিপোর্টে জানিয়েছিলেন, আজ ‘কাকু’কে (Kalighater Kaku) সশরীরে আদালতে উপস্থিত করানো যাবে বলে তিনি মনে করছেন। সেই অনুযায়ী বিচারপতি তাঁকে দুপুর ১২টার মধ্যে হাজিরার নির্দেশ দেন। তবে এদিনও অসুস্থতার কারণে দুপুর ২টোর পরেও হাজির হতে পারলেন না সুজয় কৃষ্ণ।

আরও পড়ুনঃ বাসেও এবার ‘মেট্রো স্টাইল’! যাত্রীদের সুবিধার্থে বড় উদ্যোগ! ধন্য ধন্য করছে সকলে

এদিকে শুধু কালীঘাটের কাকু নন, এদিন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত হুগলির তৃণমূল কংগ্রেস নেতা (বর্তমানে বহিষ্কৃত) শান্তনু বন্দ্যোপাধ্যায় ও পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ‘ঘনিষ্ঠ’ সন্তু মুখোপাধ্যায়কেও হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। এই দু’জনেই সিবিআই (CBI) হেফাজতে ছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে তাঁরা আদালতে হাজির হয়ে গেলেও দুপুর ২টোর পরেও ‘কাকু’ আসেননি।

kalighater kaku voice

সিবিআইয়ের তরফ থেকে সুজয় কৃষ্ণকে (Kalighater Kaku) ‘শোন অ্যারেস্ট’এর যে আবেদন জানানো হয়েছিল, সেটা আজ বিবেচনা হওয়ার কথা ছিল। একইসঙ্গে কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে ‘কাকু’র কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করার যে আর্জি জানানো হয়েছিল, সেটাও বিবেচিত হওয়ার কথা ছিল। তবে ‘শোন অ্যারেস্ট’এর ক্ষেত্রে সুজয় কৃষ্ণকে সশরীরে আদালতে উপস্থিত হতে হতো। এদিন দুপুর ২টো বেজে গেলেও আদালতে হাজির হননি তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর