রাষ্ট্রপতির সামনে আদিবাসী নাচ মুখ্যমন্ত্রীর, মমতার অভ্যর্থনায় আপ্লুত দ্রৌপদী

বাংলাহান্ট ডেস্ক : রাষ্ট্রপতি (President) হিসেবে নির্বাচিত হওয়ার পর এই প্রথম বাংলায় পা রেখেছেন দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। সোমবার মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে নেতাজি ইনডোরে ছিল রাষ্ট্রপতিকে ঘিরে একটি বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠান মঞ্চে সম্পূর্ণ অন্যরূপে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে রবীন্দ্র সংগীত গাইলেন ইন্দ্রনীল সেন, রূপঙ্কর, লোপামুদ্রা মিত্ররা।

তাদের গান পরিবেশন করার সময় ধামসা বাজালেন মুখ্যমন্ত্রী। তারপর আদিবাসীদের সাথে পা মেলালের নাচে। মুখ্যমন্ত্রীর এই মেজাজ দেখে রীতিমতো আপ্লুত রাষ্ট্রপতি। দ্রৌপদী মুর্মু ওড়িশার ময়ূরভঞ্জ জেলার প্রত্যন্ত আদিবাসী অঞ্চলে বড় হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতির সামনে এক সুতোয় বেঁধে দিলেন বাংলার সংস্কৃতি ও আদিবাসী শিল্পকে।

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, মুখ্যমন্ত্রীর এই কর্মকাণ্ডের পিছনে অন্য একটি দিক থাকতে পারে। রাষ্ট্রপতি নির্বাচনের সময় দ্রৌপদী মুর্মু ছিলেন এনডিএ প্রার্থী। তবে বিজেপির আগেই তৃণমূল রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে যশোবন্ত সিনহার নাম ঘোষণা করে। সেই সময় বিজেপি শিবির থেকে বলা হয়েছিল, বিরোধীরা রাষ্ট্রপতি হিসেবে কোনও আদিবাসী মহিলাকে দেখতে চায় না।

Untitled design 2022 07 01T162930.263

পাশাপাশি আরোও বলা হয়, তার বিরুদ্ধে ইচ্ছা করে বিরোধীরা প্রার্থী দিচ্ছে। তখন তৃণমূল বলেছিল আগে থেকে যদি নাম জানানো হতো তাহলে তারা লড়াইয়ের জায়গায় যেত না। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, আদিবাসী নাচ-গানে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী শুধুমাত্র রাষ্ট্রপতিকে খুশিই করতে চাইলেন না, বরং তিনিও যে আদিবাসীদের পক্ষে সেই বার্তাও পরোক্ষভাবে তুলে ধরতে চাইলেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর