জগন্নাথ দেবের দর্শনে দীর্ঘ ২ কিমি হেঁটে পুরীর মন্দিরে পৌঁছলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: উদ্দেশ্য জগন্নাথ দর্শন। আর সেই কারণেই এবার এক্কেবারে অন্য ভাবে দেখা গেল দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)-কে। বৃহস্পতিবার পুরীর জগন্নাথের মন্দিরে আসেন রাষ্ট্রপতি। আর তখনই দীর্ঘ ২ কিলোমিটার হেঁটে মন্দিরে পৌঁছে যান তিনি। সেই সময়ে অন্যান্য ভক্তদের সাথেও শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় রাষ্ট্রপতিকে। এদিকে, ইতিমধ্যেই এই সংক্রান্ত ভিডিওটি সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। যা তুমুল ভাইরাল হতেও শুরু করেছে।

উল্লেখ্য যে, বৃহস্পতিবার ওড়িশায় পৌঁছেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভুবনেশ্বরে পৌঁছনোর পর তাঁকে স্বাগত জানান ওড়িশার রাজ্যপাল তথা অধ্যাপক ড. গণেশি লাল, মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান। পাশাপাশি, রাষ্ট্রপতি হওয়ার পর দ্রৌপদীর প্রথম ওড়িশা সফরে তাঁকে “গার্ড অব অনার”-ও দেওয়া হয়।

খালি পায়ে ২ কিমি হাঁটেন রাষ্ট্রপতি: ওড়িশায় পৌঁছে রাষ্ট্রপতি জগন্নাথদেবের দর্শন ও আশীর্বাদ নেওয়ার উদ্দেশ্যে পুরীর মন্দিরে পৌঁছে যান। সেই সময়ে তিনি প্রায় ২ কিমি পথ খালি পায়ে হেঁটে অতিক্রম করেন। রাষ্ট্রপতির ওই সফরে তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও। নিরাপত্তারক্ষী এবং অধিকারিকদের সাথে নিয়েই হাঁটতে থাকেন দ্রৌপদী মুর্মু। ইতিমধ্যেই রাষ্ট্রপতির টুইটার অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে ওই ভিডিওটি।

ওড়িশার ময়ূরভঞ্জের বাসিন্দা হলেন রাষ্ট্রপতি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হলেন ওড়িশার বাসিন্দা। তিনি ময়ূরভঞ্জ জেলার বাইদাপোসি গ্রামে জন্মগ্রহণ করেন। আদিবাসী সমাজের প্রতিনিধি হিসেবে দ্রৌপদীই প্রথম ভারতের রাষ্ট্রপতির পদে আসীন হয়েছেন। পাশাপাশি, তিনি হলেন ভারতের ১৫ তম রাষ্ট্রপতি। এদিকে, প্রতিভা পাটিলের পরে দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

দ্রৌপদী মুর্মু একজন শিক্ষক হিসাবে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। তারপরে তিনি ওড়িশার সেচ বিভাগে জুনিয়র সহকারী অর্থাৎ ক্লার্ক হিসাবেও কাজ করেছিলেন। তিনি চাকরি থেকে যে বেতন পেতেন তা থেকে সংসারের খরচ চালাতেন। পাশাপাশি, সেই রোজগারের ওপর ভর করে মেয়ে ইতি মুর্মুর পড়াশোনার খরচও সামলেছেন দ্রৌপদী।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর