কথা রাখলেন মোদী! মহিলা সংরক্ষণ বিলে সই রাষ্ট্রপতির, আইনে পরিণত হল ‘নারীশক্তি বন্দন অধিনিয়ম’

বাংলা হান্ট ডেস্ক: আইনে পরিণত হল মহিলা সংরক্ষণ বিল (Woman Reservation Bill)। লোকসভা, রাজ্যসভায় পাশ হওয়ার পর শুক্রবার ওই বিলে সই করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। যার ফলে আইনে পরিণত হল ‘নারীশক্তি বন্দন অধিনিয়ম’।

উল্লেখ্য, লোকসভায় (Lok Sabha) আলোচনার পর মহিলা সংরক্ষণ বিলের পক্ষে ভোট পরে ৪৫৪টি। মাত্র দুটি ভোট পড়ে এই বিলের বিরুদ্ধে। সেই দুটি ভোট দিয়েছিলেন আসাদউদ্দিন ওয়াইসি এবং তাঁর দলের আরও এক সাংসদ। অন্যদিকে, রাজ্যসভায় (Rajya Sabha) বিনা বিরোধিতায় সর্বসম্মতিক্রমে পাশ হয়ে যায় মহিলা সংরক্ষণ বিল। এরপর এটি আইনে পরিণত হওয়া ছিল শুধু সময়ের অপেক্ষা। শুক্রবার বিকেলে এই বিলে সইও করে দিলেন রাষ্ট্রপতি (President of India) দ্রৌপদী মুর্মু। যার ফলে এবার থেকে লোকসভা এবং রাজ্যের বিধানসভায় মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষিত থাকবে।

মহিলা সংরক্ষণ বিল সংসদে পেশ করার পর প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেছিলেন, ‘মহিলা সংরক্ষণ বিল আগেও পেশ করা হয়েছে, কিন্তু পাশ করানো হয়নি। ভগবান হয়তো এটা করার জন্য আমায় বেছে নিয়েছেন। মা-বোনেদের আশ্বস্ত করছি, এই বিলকে আইনে পরিণত করার জন্য আমরা সংকল্পবদ্ধ।’

modi2

তবে এই আইন এখনই কার্যকর হচ্ছে না। আসন পুনর্বিন্যাসের পরেই বিলটি কার্যকর হবে। আসন পুনর্বিন্যাসের আগে জনগণনা (Census) হওয়া প্রয়োজন। এদিকে জনগণনা হবে আগামী লোকসভা নির্বাচনের পর। ফলে এই আইন কার্যকর হবে ২০২৯ সালের লোকসভা ভোটে। তার আগে কার্যকর হবে বিভিন্ন রাজ্যের বিধানসভায়। এদিকে এই বিলটিকে পাশ করানোয় ‘নির্বাচনী জুমলা’ বলে কটাক্ষ করেছে বিরোধীরা।

Monojit

সম্পর্কিত খবর