বাংলা হান্ট ডেস্কঃ শ্রীলঙ্কার (Sri Lanka) নবনির্বাচিত রাষ্ট্রপতি গোটবায়া রাজপক্ষে (Gotabaya Rajapaksa) ক্ষমতায় বসতেই প্রথম বিদেশ সফরে ভারতে এসেছেন। এই যাত্রার সময় উনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সাথে সাক্ষাৎ করেন। নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতের সময় গোটবায়া নানান ইস্যু নিয়ে চর্চাও করেন। উনি বলেন, ভারতের যত গুলো মৎসজীবী শ্রীলঙ্কার জেলে বন্দি আছে, তাঁদের খুব শীঘ্রই মুক্ত করা হবে। রাষ্ট্রপতির দ্বায়িত্ব নেওয়ার পর উনি বলেন, ভারতের সাথে আমাদের সম্পর্ক আরও মজবুত করতে হবে, আমরা ভারতের সাথে বন্ধু রাষ্ট্র হিসেবে কাজ করতে চাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটবায়ার সফরের আগে ওনাকে শুভেচ্ছা জানিয়ে বলেছিলেন যে, আমি খুব খুশি যে শ্রীলঙ্কার নবনির্বাচিত রাষ্ট্রপতি প্রথম বিদেশ সফরে ভারতে আসছেন।
President of Sri Lanka Gotabaya Rajapaksa: We will take steps to release the boats belonging to India in our custody. pic.twitter.com/yW0U7S6C6o
— ANI (@ANI) November 29, 2019
দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে আন্তর্জাতিক ইস্যু নিয়ে চর্চা হওয়ার পর গোটবায়া বলেন, ভারত সবসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে আর আমরা এই লড়াইয়ে সবসময় ভারতের সাথে আছি। প্রধানমন্ত্রী মোদী বলেন, ৪০০ মিলিয়ন ডলারের সাহায্যে শ্রীলঙ্কার উন্নয়ন আরও এগিয়ে যাবে। ইন্ডিয়ান হাউসিং প্রোজেক্ট এর অন্ত্রগত শ্রীলঙ্কায় ৪৬ হাজার নতুন ঘর হবে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটবায়া রাজপক্ষে ভারতে তিন দিবসের সফরে এসেছেন। গোটবায়া রাজপক্ষে শুক্রবার বলেন, আমি ভারতের সাথে শ্রীলঙ্কার সম্পর্ক আরও উচ্চতায় নিয়ে যেতে চাই। শ্রীলঙ্কায় থাকা তামিল মানুষদের আকাঙ্খা পূরণ করা, হিন্দ মহাসাগরে পরিস্থিত আরও ভালো, ব্যাবসা তথা বিনিয়োগ বাড়ানোর মতো ইস্যু নিয়ে আলোচনা হবে। গোটবায়া তিন দিবসের সফরে শুক্রবার ভারতে এসেছেন।
PM Narendra Modi: India has always condemned and fought against terrorism. India is extending a $50million line of credit to Sri Lanka to fight terrorism. pic.twitter.com/zjgPefGgjF
— ANI (@ANI) November 29, 2019
এর আগে আজ সকালে রাষ্ট্রপতি ভবনে গোটবায়াকে ভারতীয় সংস্কৃতি অনুযায়ী স্বাগত জানানো হয়। এই অবসরে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলে। বিদেশ মন্ত্রী এস. জয়শঙ্করও শ্রীলঙ্কার নব নির্বাচিত রাষ্ট্রপতির সাথে শুক্রবার সাক্ষাৎ করেন।