টাকা ফেরত চাইছিলেন চাকরিপ্রার্থীরা, মানসিক অবসাদে আত্মঘাতী তৃণমূলের শিক্ষা সেলের সভাপতি

Published On:

বাংলাহান্ট ডেস্ক : রহস্যজনকভাবে মৃত্যু হল দক্ষিণ ২৪ পরগনার তৃণমূলের শিক্ষা সেলের সভাপতির। বাড়ির কাছে জঙ্গলের মধ্যে থেকে উদ্ধার করা হয় তার মৃতদেহ। এই মৃত্যুর নেপথ্যে কি আত্মহত্যা? চাকরির প্রার্থীদের থেকে নেওয়া টাকা ফেরত দেওয়ার দাবি থেকে মানসিক অবসাদে হয়তো আত্মহত্যা করেছেন বলে অনুমান পুলিশের।

মৃত ব্যক্তির নাম হারাধন দাস। সাগর রুদ্রনগর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা ছিলেন হারাধন বাবু।বিন্দপুর প্রাইমারি স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা তার বাড়ির কাছের একটি জঙ্গলের মধ্যে সকালে মৃতদেহ আবিষ্কার করেন। সাগর থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। রহস্যজনক এই মৃত্যুতে রীতিমতো হতবাক স্থানীয় সকলেই।

স্থানীয় সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সাগরের তৃণমূল শিক্ষা সেলের সভাপতি ছিলেন হারাধন বাবু। গ্রামবাসীদের অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে টাকা নিয়েছিলেন হারাধন বাবু। সম্প্রতি চাকরির প্রার্থীরা তাদের টাকা ফেরতের দাবি জানালে মানসিক অবসাদে ভুগতে থাকেন তিনি। তাই ধারণা মানসিক অবসাদ থেকে হয়তো আত্মহত্যার পথ বেছে নিয়েছেন হারাধন দাস।

অন্যদিকে শিক্ষা জগতের আরো একটি আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। অবসর গ্রহণের পর তিন বছর কেটে গেলেও পেনশন না পেয়ে আত্মঘাতী হয়েছেন হেয়ার স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সুনীল কুমার দাস। ২০১৯ সালে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে “শিক্ষারত্ন” উপাধিতে ভূষিত হন তিনি। পূর্ব বর্ধমানের মেমারিতে নিজের বাড়ি থেকে মঙ্গলবার রাতে ঝুলন্ত দেহ উদ্ধার হয় সুনীল বাবুর। পরিবারের অভিযোগ , তিন বছর কেটে গেলেও সময়মতো পেনশন না পাওয়ায় মানসিক অবসাদে আত্মঘাতী হন সুনীল বাবু।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X