‘টেটের তদন্তে সম্পূর্ণভাবে সহায়তা করব’, নিয়োগে স্বচ্ছতা বজায় রাখার প্রতিশ্রুতি পর্ষদ সভাপতির

বাংলা হান্ট ডেস্কঃ স্কুল সার্ভিস কমিশন (SSC) থেকে শুরু করে প্রাথমিক টেট (Primary Tet) সহ অন্যান্য একাধিক দুর্নীতি মামলায় উত্তপ্ত বঙ্গ রাজনীতি। প্রাক্তন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) থেকে শুরু করে অন্যান্য একাধিক শিক্ষা আধিকারিকরা হেফাজতে। পাশাপাশি এদিন ইডির (Enforcement Directorate) হাতে গ্রেপ্তার হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। অপরদিকে শাসকের অস্বস্তি বাড়িয়ে ক্রমাগত আন্দোলন করে চলেছে বঞ্চিত চাকরি প্রার্থীরা। এই পরিস্থিতিতে এদিন অবশেষে মুখ খুললেন শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পাল (Gautam Pal)।

সম্প্রতি, মানিক ভট্টাচার্যের স্থানে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদে নিযুক্ত করা হয় গৌতম পালকে। ক্ষমতায় বসার পরেই দুর্নীতি প্রসঙ্গে একাধিক মন্তব্য করতে দেখা যায় গৌতমবাবুকে। সেই ধারা বজায় রেখে এদিন তাঁর দাবি, “নিয়োগ দুর্নীতি তদন্তে সমস্ত রকম সহায়তা করব।”

এদিন সাংবাদিক বৈঠকে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির পাশাপাশি শিক্ষক নিয়োগ প্রসঙ্গ-এ গুরুত্বপূর্ণ মন্তব্য করেন শিক্ষা পর্ষদের নয়া সভাপতি। দুর্নীতি মামলায় ওঠা সকল অভিযোগগুলি সম্পূর্ণরূপে সঠিক না হলেও এদিন তাঁর সাফ জবাব, “নিয়োগে যাতে দুর্নীতি না হয়, সেই প্রসঙ্গে আমি আশ্বাস দিচ্ছি। যতদিন দায়িত্বে আছি, স্বচ্ছ নিয়োগের জন্য যা যা করা দরকার, সব করব।”

উল্লেখ্য, বর্তমানে একদিকে যখন পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অশোক সাহা এবং সুবীরেশ ভট্টাচার্যের মতো একাধিক নেতা ও শিক্ষা আধিকারিকরা হেফাজতে রয়েছেন, আবার অপরদিকে আন্দোলন করে চলেছে বঞ্চিত চাকরি প্রার্থীরা। একই সঙ্গে এদিন ইডির হাতে গ্রেফতার হন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

ssc 1

এই সকল ইস্যুগুলিতে মন্তব্য করার পাশাপাশি এদিন টেট উত্তীর্ণদের (যারা অতীতে টেট পরীক্ষায় পাশ করেছেন) নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন গৌতমবাবু। একইসঙ্গে তিনি বলেন, “কলেজ সার্ভিস কমিশনে যারা পাশ করেন, তারা সকলে নিয়োগ পান কি? সেইমতো টেট পরীক্ষায় পাশ করার মানেই নিয়োগ পাওয়া নয়। তবে তদন্তে যদি কোন রকম সাহায্য করতে হয়, তাহলে আমি সবরকমভাবে তা করব।” প্রসঙ্গত, আগামী ১১ ই ডিসেম্বর প্রাথমিক টেট পরীক্ষা হতে চলেছে। এখন দেখার, নয়া পরীক্ষার মাধ্যমে দুর্নীতিকে দূরে সরিয়ে নিজেদের ভাবমূর্তি কিভাবে পুনরুদ্ধার করে সরকার।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর