লকডাউন ভঙ্গ করলেই গুলি মারা হবে, কড়া নির্দেশ ফিলিপিন্সের রাষ্ট্রপতির

নভেল করোনা ভাইরাস রুখতে সব দেশেই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি সব দেশে কড়া হয়েছে লক ডাউন। আর সরকারি নির্দেশ উপেক্ষা করে সেই লকডাউন ভাঙে তাকে গুলি করে মারার নির্দেশ দিলেন ফিলিপিন্সের রাষ্ট্রপতি রডরিগো দুতার্তে। তিনি দেশের সকল নাগরিকদের উদ্দেশে এই আভাস দিয়ে কড়া হতে বলেন পুলিশকে ।

বুধবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় দেশবাসীকে হুমকি তিনি বলেন, “ভয়াবহ এই দুর্যোগের সময় সরকারের নির্দেশ মেনে চলুন। আমি সবাইকে সতর্ক করে বলছি, এখন বাড়ি থেকে বের হবেন না। তাহলে এই মারণ ভাইরাসের সংক্রমণ থেকে কাউকে রক্ষা করে যাবে না। এমনকী এই সময় চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের কোনও ক্ষতি করবেন না। কারণ, এই সময়ে ওদের মতো সত্যিকারের বন্ধুদের ক্ষতি করা হল গুরুতর অপরাধ।”

   

corona 1 1

নভেল করোনা ভাইরাস ত্রাস এখন সবাইকে দিন রাত আতঙ্কের মধ্যে দিয়ে তাড়া করে বেড়াচ্ছে। চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই।

কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী। আর চীনের উহানে পরে ইরানে এই রোগের প্রকোপ বেশী বেড়ে গেছিলো। আর এই পরিস্থিতিতে অনেকেই চীনকে দোষ দিয়েছে। ইতিমধ্যেই ৯৬ জনের মৃত্যু হয়েছে ফিলিপিন্সে।আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২ হাজার ৩০০ জনের বেশি।  আর যত দিন যাচ্ছে ততোই মানুষ আক্রান্ত হচ্ছে বেশী।

সম্পর্কিত খবর