ভারতকে নিয়ে বড়সড় ঘোষণা করলেন রুশ রাষ্ট্রপতি পুতিন ! বললেন এবার থেকে ভারতেই হবে ..

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুই দিনের রাশিয়া সফরে পৌঁছেছেন। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার Vladivostok শহরে পৌঁছান। সেখানে তিনি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করেন। এই সাক্ষাতে দুই দেশের মধ্যে অনেক চুক্তি। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলে, আজ ভারতের সাথে রাশিয়া প্রতিরক্ষা, ব্যানিজ্য আর পরমাণু শক্তি এবং আর্থিক দিক থেকে কয়েকটি চুক্তি হল। আমরা ভারতীয় কোম্পানি গুলোকে রাশিয়ায় স্বাগত জানাই। ভারতের সাথে হাতিয়ার নিয়ে আমাদের অনেক ভালো সম্পর্ক। আগামী দিনে আমরা ভারতে রাইফেল আর মিসাইল সিস্টেম বানানোর পদক্ষেপ নেব।

দুজনের সাক্ষাতের পর রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন। উনি বলেন, ‘আপনার মতো বন্ধুকে স্বাগত জানানো সবসময় প্রসন্নতার হয়। ভারত আর রাশিয়ার সম্পর্ক অনেক গুরুত্বপূর্ণ। আমি সবসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে যোগাযোগ রাখি। অনেক ইস্যু নিয়েই আমাদের মধ্যে কথাবার্তা হয়। আমার আশা এটাই যে, দুই দেশ অন্য ইস্যু গুল নিয়ে একে অপরের সহযোগিতা করবে।”

আরেকদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইস্টার্ন ইকোনমিক ফোরামে ওনাকে আমন্ত্রণ জানানোর জন্য পুতিনকে ধন্যবাদ জানান। উনি বলেন, ভারত আর রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ককে শিখরে নিয়ে যাওয়ার এটাই ঐতিহাসিক সময়। আমি ইকোনমিক ফোরামে অংশ নেওয়ার জন্য অপেক্ষা করছি। এবার রাশিয়া আর ভারতের বন্ধুত্ব নতুন ইতিহাস লিখবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাশিয়ার সবথেকে বড় নাগরিক পুরস্কার দিয়ে সন্মানিত করা হবে। এই নিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘এই সন্মানের জন্য আমি রাষ্ট্রপতি পুতিন আর রাশিয়াকে ধন্যবাদ জানাই। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্যই আজ এই যায়গায় আছি আমরা। এটা ১৩০ কোটি ভারতীয়র গর্বের বিষয়।

সম্পর্কিত খবর