বুকে ব্যথা নিয়ে দিল্লীর হাসপাতালে ভরতি হলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, মেডিক্যাল বুলেটিন জারি করল চিকিৎসকরা

বাংলা হান্ট ডেস্কঃ শারীরিক সমস্যার কারণে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে শুক্রবার দিল্লীর আর্মি হাসপাতালে ভরতি করানো হয়েছে। জানা যাচ্ছে যে, বুকে ব্যথা ওঠার পর ওনাকে দিল্লীর সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ওনার রুটিন চেকআপ হয়। আপাতত চিকিৎসকদের তত্বাবধানে রাখা হয়েছে ওনাকে। আর্মি হাসপাতালের চিকিৎসকরা জানান যে, আপাতত ওনার অবস্থা স্থিতিশীল।

আর্মি হাসপাতালের তরফ থেকে জারি মেডিক্যাল বুলেটিনে বলে হয় যে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের শারীরিক অবস্থার অবনতি হলে ওনাকে হাসপাতালে নিয়ে আসা হয়। ওনার বুকে ব্যথা ছিল। রাষ্ট্রপতিকে আপাতত চিকিৎসকদের তত্বাবধানে রাখা হয়েছে। ওনার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

Koushik Dutta

সম্পর্কিত খবর