এবার হবে এক্কেবারে বিনামূল্যে চিকিৎসা! সুবিধা পাবেন এইসব নাগরিকরা, বড় ঘোষণা রাষ্ট্রপতির

বাংলাহান্ট ডেস্ক : যে সকল নাগরিকরা ৭০ বছর পার করেছেন, তাদের জন্য কেন্দ্রীয় সরকার (Central Government) বড় সুখবর দিল। বলা হয়েছে, ৭০ বছর বা তার ঊর্ধ্বের যে কোনও ভারতীয় নাগরিক এবার থেকে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় পাবেন বিনামূল্যে চিকিৎসা পরিষেবা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদে এই কথা জানান বৃহস্পতিবার। এর সাথে রাষ্ট্রপতি আরো বলেন, গোটা দেশজুড়ে আরও ২৫ হাজার জন ঔষধি কেন্দ্র খোলার কাজ চলছে।

এদিন সংসদে রাষ্ট্রপতি (President) বলেন, “বর্তমানে প্রায় ৫৫ কোটি ভারতবাসী আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনায় বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পান। কেন্দ্রীয় সরকার এই পরিসর আরও বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছে। এখন থেকে সত্তরোর্ধ্ব সকল ভারতবাসী এই যোজনার আওতায় বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবেন।” বিশ্বের সর্ববৃহৎ সরকারপ্রদত্ত স্বাস্থ্য বিমা প্রকল্প মোদি সরকারের আয়ুষ্মান ভারত।

আরোও পড়ুন : ভোট মিটতেই রাজনীতি থেকে ‘ছুটি’! একুশে জুলাইয়ের মঞ্চে থাকবেন অভিষেক? জল্পনা তুঙ্গে!

এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রায় ১২ কোটি পরিবারকে বাৎসরিক ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধা দেওয়া হয়ে থাকে। যে সকল হাসপাতলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যায়, সেইসব হাসপাতালে উপভোক্তারা বিনামূল্যে চিকিৎসা করাতে পারেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে ২০১৮ সালে চালু করা হয় আয়ুষ্মান ভারত প্রকল্প (Ayushman Bharat Health Scheme)। এটি মূলত কেন্দ্রীয় সরকারের একটি স্কিম।

আরোও পড়ুন : আদালতে মিথ্যে, ভুয়ো মামলা! হাতেনাতে ধরা পড়তেই বড় জরিমানা করল ক্ষুব্ধ হাইকোর্ট

তবে রাজ্য ও কেন্দ্র দুই সরকার যৌথভাবে এই স্কিমে অর্থ বরাদ্দ করে থাকে। সরকারের একটি সূত্র বলছে, আয়ুষ্মান ভারত প্রকল্পে সরকারি ও বেসরকারি মিলিয়ে ২৪,৪৩২টি হাসপাতাল অন্তর্ভুক্ত রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২০ সালের মে মাসে ‘মান কী বাত’ অনুষ্ঠানে বলেন, সম্প্রতি এক কোটিরও বেশি উপভোক্তা উপকৃত হয়েছেন আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে। ১৩,৪১২ কোটি টাকা মূল্যের চিকিৎসা প্রদান করা হয়েছে এক কোটি মানুষকে।

president draupadi murmu

দেশের বহু রাজ্য আয়ুষ্মান ভারত প্রকল্পে যোগদান করলেও, পশ্চিমবঙ্গ সরকার এর থেকে বিরত থেকেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গে সরকারের তরফে স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করা হয়েছে। যদিও এই বিষয়টি নিয়ে বারবার বিরোধীর আক্রমণ করেছে তৃণমূল সরকারকে। বিরোধীদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প পশ্চিমবঙ্গে ঢুকতে না দিয়ে রাজ্য সরকার সাধারণ মানুষকে বঞ্চিত করছে নিজেদের অধিকার থেকে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর