বাংলা হান্ট ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গণনা চলছে। এনডিএ-এর প্রার্থী দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) দ্বিতীয় রাউন্ডে ভাল লিড নিয়েছেন এবং তিনি একটি বড় জয়ের পথে রয়েছেন বলে মনে করা হচ্ছে। দ্বিতীয় রাউন্ডে এখন পর্যন্ত মোট 1138টি ভোট গণনা হয়েছে, যার মূল্য 1,49,575। এই রাউন্ডে দ্রৌপদী মুর্মু 809 ভোট পেয়েছেন যার মূল্য 1,05,299 এবং যশবন্ত সিনহা (Yashwant Sinha) 329 ভোট পেয়েছেন যার মূল্য 44,276।
রাজ্যসভার মহাসচিব পি.সি. মোদী বলেছেন যে, দ্বিতীয় রাউন্ডের পর প্রথম 10 টি রাজ্যের ব্যালট পেপারগুলি গণনা করা হয়েছিল, মোট বৈধ ভোট ছিল 1138, যার মোট মূল্য 1,49,575। এর মধ্যে দ্রৌপদী মুর্মু 809 ভোট পেয়েছেন, যার মূল্য 1,05,299 এবং যশবন্ত সিনহা 329 ভোট পেয়েছেন, যার মূল্য 44,276।
এছাড়াও রাজ্যসভার মহাসচিব জানিয়েছেন, প্রথম রাউন্ডে দ্রৌপদী মুর্মু 3,78,000 মূল্যের 540 ভোট পেয়েছেন এবং যশবন্ত সিনহা 1,45,600 মূল্যের 208 ভোট পেয়েছেন। মোট 15টি ভোট অবৈধ ঘোষণা করা হয়েছে।
এখনও পর্যন্ত মোট 1886টি ভোট গণনা করা হয়েছে, যার মূল্য 6,73,175। এর মধ্যে দ্রৌপদী মুর্মু পেয়েছেন 1349 ভোট যার মূল্য 4,83,299 এবং যশবন্ত সিনহা 537 ভোট পেয়েছেন যার মূল্য 1,89,876। এখনও পর্যন্ত NDA প্রার্থী দ্রৌপদী মুর্মু মোট ভোটের 71.79 শতাংশ পেয়েছেন। বলে দিই যে, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ 18ই জুলাই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছিল। নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান হবে ২৫ জুলাই।