বাংলাহান্ট ডেস্কঃ কিছুদিন আগেই বাংলায় শাসক দলের কর্মকান্ডের উপর অভিযোগ করে বিজেপি নেতৃত্বরা বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি জানিয়েছিলেন। বৃহস্পতিবার ডায়মন্ডহারবারে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গাড়িতে হামলার পরিপ্রেক্ষিতে আবারও রাষ্ট্রপতি শাসনের দাবি জানালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় (mukul roy)।
দুদিনের সফরে বুধবার বাংলায় এসেছিলেন জেপি নাড্ডা। বুধবারের কর্মসূচী নির্বিঘ্নে সম্পন্ন হলেও বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষজন এবং জেলা নেতৃত্বদের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল। কিন্তু সেখানে যাওয়ার পথেই ঘটে বিপত্তি। আচমকাই হামলা শুরু হয় জেপি নাড্ডার কনভয়ে।
অভিযোগ উঠেছে ডায়মন্ড হারবারে ঢোকার সময় ওনার গাড়িতে হামলা করে তৃণমূল কর্মীরা। ভেঙে ফেলা হয় গাড়ির কাঁচ। অল্পের জন্য রক্ষা পেয়েছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। এমনকি সেখানে তৃণমূলের পতাকা নিয়ে বেশ কয়েকজনকে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়। আরও অভিযোগ উঠেছে পুলিশের সামনেই এই হামলা চালায় গুণ্ডারা।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলায় অবিলম্বে রাষ্ট্রপতি শাসন চালু করার দাবি জানালেন মুকুল রায়। তিনি বললেন, ‘আজকের এই পরিস্থিতি দেখে আমার মনে হচ্ছে, বাংলায় অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত। এখানে আইনের শাসন নেই। এখুনি বাংলায় রাষ্ট্রপতি শাসন চালু করা হোক’।
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা হওয়ার পরিপ্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তৃণমূলকে আক্রমণ করে বলেন, ‘এখানে গণহত্যার চক্রান্ত ছিল। যেভাবে দুষ্কৃতী এনে তৃণমূল রাস্তায় ইট পাটকেল লাঠি নিয়ে আক্রমণ করছেন, তাতে দেখা যাচ্ছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক পার্টির সভাপতিও সুরক্ষিত নন। পাকিস্তান, আফগানিস্থান, সিরিয়াতেও এমন কাজ হয় না। এই ঘটনার নিন্দা করার কোন ভাষা নেই। ভারতীয় রাজনীতির এটা সবথেকে কলঙ্কময় দিন, কালো দিন’।