শতভিষা দত্ত, কলকাতা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিকল্পনা মাফিক দেশ জুড়ে সার্বিক বিকাশের কর্মসূচি হাতে নিয়েছে কেন্দ্র। প্রথম দফায় একশো দিনের কাজের লক্ষ্য মাত্রা রূপায়নে উদ্যোগী মোদী সরকার। কেন্দ্রীয় সরকারের প্রধান উদ্দেশ্য হল – “সবকা সাথ, সবকা সাথ, সবকা বিশ্বাস ” এটাই মূলমন্ত্র । দিল্লি থেকে কলকাতায় ফিরে প্রথম সাংবাদিক সম্মেলনে নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন, আগামী সোমবার স্মৃতি ইরানীর সাথে রাজধানীতে জরুরি বৈঠক রয়েছে। রাজ্যের পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হবে। মূলতঃ নারী ও শিশু পাচারের অভিযোগ উঠেছে এ রাজ্যের নামে । এই পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফেও সাহায্য দরকার বলে মনে করেন তিনি। তবে, এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার এই মুহূর্তে কোনও পরিকল্পনা নেই।
এদিকে, রায়গঞ্জের দাড়িভিট স্কুলে ছাত্র তাপস মন্ডল খুনের ঘটনার কিনারা করতে সিবিআই তদন্তের দাবি সংশ্লিষ্ট পরিবারের। এ প্রসঙ্গে, নতুন মন্ত্রী জানান, রাজ্য সরকারের অনুমতি প্রয়োজন সিবিআই তদন্তে। কেন্দ্র ও রাজ্য সরকার আগামী দিনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ শুরু হবে বলে আশাবাদী তিনি।
অঙ্গনওয়াড়ি কর্মসূচি ও আই সি ডি এস এই দুই কেন্দ্রীয় প্রকল্পের বাস্তব রূপায়ণের পথে প্রতিবন্ধকতা দূর করার ব্যাপারে অঙ্গীকার করেছেন তিনি। নবনির্বাচিত এই সাংসদের প্রথম কাজ – রায়গঞ্জের জন্য নতুন একটি ট্রেন। মন্ত্রিসভার সহকর্মী পীযূষ গোয়েলের সাথেও আলোচনা হয়েছে। তবে, আগামী বাজেটের আগে কোনওমতেই তা ঘোষণা করা যাবে না বলে স্পষ্টভাবে জানান ।