পুরুষ নির্যাতন রুখতে উদ্যোগ জার্মানির

বাংলা হান্ট ডেস্ক: শুধু নারীরাই নয় নির্যাতিত হন পুরুষরাও। পুরুষদের উপর নির্যাতন বন্ধ করতে এবার উদ্যোগ নিচ্ছে জার্মানীর দুটি রাজ্য।

জার্মানির ফেডারেল ক্রিমিনাল পুলিশ অফিস ২০২৮ সালে দেশজুড়ে হওয়া পুরুষের উপর নির্যাতনের একটি প্রতিবেদন প্রকাশ করেন। সেখানে দেখা যায় ২০১৭ সালে জার্মানিতে মোট গৃহ নির্যাতনের শিকারদের মধ্যে রয়েছে ১৭.৯ ভাগ পুরুষ।
4f15b images 2 8
দেখা যায় সব মিলিয়ে প্রায় ২৩ হাজার ৮৭২জন পুরুষ নির্যাতিত হয়ে অভিযোগ জানায় পুলিশের কাছে। মঙ্গলবার জার্মানীর দুটি রাজ্য বাভারিয়া ও নর্থরাইন ওয়েস্টফালিয়া পুরুষ নির্যাতন বন্ধের জন্য উদ্যোগ নেওয়ার কথা বলেছেন।

এই দুটি রাজ্যের পক্ষ থেকে জানানো হয় তিনটি ধাপে চলবে এই পুরুষ নির্যাতন বন্ধের প্রক্রিয়া। প্রথম ধাপে নির্যাতিত পুরুষদের হট লাইন এবং একটি অনলাইন কাউন্সেলিং প্লাটফর্ম থেকে দেওয়া হবে পরামর্শ। আশ্রয় ও পরামর্শ কেন্দ্র গড়ার উদ্যোগ নেয়া হবে দ্বিতীয় ধাপে। এবং শেষ ও তৃতীয় ধাপে পুরুষ নির্যাতনের বাস্তব চিত্র কে সামনে এনে টাবু ভাঙ্গার বিষয়টি দেখা হবে।

কাজ এবং সমাজ বিষয়ক মন্ত্রী কের্স্টিন শ্রেয়ার পুরুষ নির্যাতন এর ব্যাপারে বলেন,” পুরুষরাও ঘরে নির্যাতিত হচ্ছেন। এতদিন তাদের সহযোগিতা করার ব্যবস্থা ছিল না বললেই চলে হটলাইন এবং অনলাইন কাউন্সেলিং এর মাধ্যমে এক্ষেত্রে সব রাজ্য মিলে কাজ করার সুযোগ রয়েছে। কোন সমস্যায় পড়লে কেউ কথা বলার জন্য কাউকে পাশে পাবে এ বিষয়টি নিশ্চিত করা খুব দরকার। নর্থরাইন ওয়েস্টফালিয়ার সঙ্গে মিলিয়ে আমরা সে কাজটা শুরু করতে পারায় সারা জার্মানির জন্য একটা দৃষ্টান্ত রাখতে পারায় আমি আনন্দিত।”


সম্পর্কিত খবর