দীপাবলির উপহার! একধাক্কায় অনেকটা কমল গ্যাসের দাম! জেনে নিন আপনার শহরে কত দাম হল LPG-র

বাংলাহান্ট ডেস্ক : দীপাবলির পরই খুশির খবর আমজনতার জন্য। এক ধাক্কায় অনেকটা কমল এলপিজি(LPG) সিলিন্ডারের দাম। নতুন ঘোষণা অনুসারে ১ নভেম্বর থেকেই বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম প্রায় ১১৫ কমে গেল। তবে গৃহস্থালির ব্যবহার করা গ্যসের দামে কোনও পরিবর্তন হয়নি বলেই জানা যাচ্ছে।

প্রসঙ্গত, গৃহস্থালির ব্যবহারকারী সিলিন্ডারের মূল্য সর্বশেষ কমেছে গত ৬ জুলাই। তারপর থেকেই অপরিবর্তিত দাম। অপরদিকে ২০২২ এর শুরু থেকেই মাঝেমধ্যেই কমেছে বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য। আইওসিএল জানিয়েছে, ১ নভেম্বর থেকেই কমতে চলেছে বাণিজ্যিক এলপিজির দাম। দাম কমছে নিম্নরূপ :
কলকাতা – ১১৩
দিল্লি – ১১৫.৫
মুম্বাই – ১১৫.৫
চেন্নাই – ১১৬.৫

এর আগে ১ অক্টোবরও কমেছিল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। সেবারে ২৫ টাকা কমে সিলিন্ডার প্রতি মূল্য। যদিও গৃহস্থালির গ্যাস পুরনো দামেই বিকেল হবে বলে জানা যাচ্ছে।

৪ টি মেগা শহরে কেমন দাম গ্যাসের?

দিল্লিতে আজ থেকে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম হল ১৭৪৪টাকা। আগে এই দাম ছিল ১৮৫৯.৫ টাকা। কলকাতাতে এই গ্যাসের একটু বেশি। সেখানে আজকে গ্যাসের দাম ১৮৪৬টাকা। কলকাতায় আগে গ্যাসের দাম ছিল ১৯৯৫.৫০ টাকা। মুম্বাইয়ে বাণিজ্যিক গ্যাসের দাম কমে হলো ১৬৯৬টাকা। আগে গ্যাসের দাম ছিল ১৮৪৪ টাকা। চেন্নাইয়ে বানিজ্যিক এলপিজির মূল্য সবচেয়ে বেশি। এই শহরে ১৯ কেজির গ্যাস পাওয়া যাচ্ছে ১৮৯৩ টাকায়। আগে এই গ্যাসের দাম ছিল ২০০৯.৫০ টাকা।

বাণিজ্যিক ১৯ কেজি গ্যাসের দাম বেশ কিছুটা কমলেও গৃহস্থালির গ্যাসের দাম কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। জানা যাচ্ছে, ১৪ কেজি গৃহস্থালি গ্যাসের মূল্য নিম্নরূপ :

কলকাতা – ১০৭৯
দিল্লি – ১০৫৩
মুম্বাই – ১০৫৩.৫
চেন্নাই – ১০৬৮.৫

Sudipto

সম্পর্কিত খবর