বাংলাহান্ট ডেস্ক : এবার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন মধ্যবিত্তরা। হয়তো খুব শীঘ্রই ভোজ্য তেলের দাম কমতে পারে। এই ব্যাপারে বিভিন্ন তেল কোম্পানিকে প্রস্তাব দিয়েছে সরকার। সরকারের পক্ষ থেকে অনুরোধ করে তেল সংস্থাগুলিকে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম হ্রাস পেয়েছে। তাই দেশে কিছুটা হলেও ভোজ্য তেলের (Edible Oil) দাম কম করা হোক।
সরকারের পক্ষ থেকে অনুরোধ করে বলা হয়েছে প্রতি লিটার ৮ থেকে ১২ টাকা দাম কমানোর জন্য। সংশ্লিষ্টমহল মনে করছে সরকারের অনুরোধের পর যদি ভোজ্য তেলের দাম কমে তাহলে অনেকটা স্বস্তি পাবেন মধ্যবিত্তরা। ভোজ্য তেলের দাম কমানোর ব্যাপার নিয়ে ইতিমধ্যেই বৈঠক হয়েছে সরকারি পর্যায়ে। ভোজ্য তেল কোম্পানিগুলিকে সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে দাম কমানোর জন্য।
অন্যদিকে খাদ্য মন্ত্রক জানিয়েছে অনেক কোম্পানি তাদের তেলের দাম কমায়নি। তাদেরকে দাম কমানোর অনুরোধ করা হয়েছে। আমাদের প্রতিদিনের রান্নায় ভোজ্য তেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। ফলে ভোজ্য তেলের দাম কমলে বড় স্বস্তি পাবেন সাধারণ মানুষ। আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম অনেকটা কমেছে।
কিন্তু দেশে এখনো অনেক কোম্পানি রয়েছে যারা তাদের দাম কমায়নি। সরকারি বৈঠকে সেইসব কোম্পানিগুলিকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে দাম কমানোর জন্য। এই মূল্যবৃদ্ধির বাজারে যদি ভোজ্য তেলের দাম খানিকটা হলেও কমে তাহলে নিস্তার পাবেন মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত মানুষেরা। বলা বাহুল্য, আমজনতার মুখে ফুটবে হাসি।
মন্ত্রক একটি বিবৃতি জারি করে জানিয়েছে, লিটার প্রতি ভোজ্য তেলের দাম ৮ থেকে ১০ টাকা পর্যন্ত সস্তা হতে পারে। সরকারের পক্ষ থেকে এই বিষয়ে ভোজ্য তেল কোম্পানিগুলিকে বলা হয়েছে তারা যেন এই ব্যাপারে তাদের বোর্ড মেম্বারদের সাথে আলোচনা করে। পিটিআই সূত্রে খবর, ভোজ্য তেল কোম্পানিগুলি সরকারের এই নির্দেশ মেনে নিলে দ্রুত বাজারে বেশ খানিকটা সস্তা হবে সর্ষে ও সোয়াবিন তেল।