বাংলাহান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় পেট্রোল ও ডিজেলের দাম কমলেও বিপরীত ছবি দেখা গেছে অন্য জেলাগুলোতে।দার্জিলিং,নদিয়া,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,পুরুলিয়া,নদীয়া,মালদায় দাম বৃদ্ধি পেয়েছে পেট্রোল – ডিজেলের। এই জেলাগুলির মধ্যে সর্বাধিক দাম বৃদ্ধি পেয়েছে দার্জিলিঙে। এখানে পেট্রোল লিটার প্রতি ১.৯৮ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ১০৭.৮৫ টাকা। দার্জিলিঙে ডিজেল ১.৫৪ টাকা প্রতি লিটার দাম বৃদ্ধি পেয়ে হয়েছে ৯৩.২২ টাকা।
অন্যদিকে বীরভূম,মুর্শিদাবাদ,হুগলি, জলপাইগুড়ি,দুই ২৪ পরগনায় জ্বালানির দাম কিছুটা কমেছে। পশ্চিমবঙ্গের বেশকিছু জেলায় পেট্রোল ও ডিজেলের দামে বৃদ্ধি ও হ্রাসের প্রবণতা দেখা গেল শহর কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম একই আছে। দার্জিলিঙে একলাফে লিটার প্রতি প্রায় দু টাকা জ্বালানির দাম বৃদ্ধিতে বেজায় অস্বস্তিতে পড়েছেন সাধারণ মানুষ থেকে পরিবহন ব্যবসায়ীরা।নিচের ছকে দেখে নিন আজ পেট্রোল ও ডিজেলের প্রতি লিটার বিক্রয় মূল্য।
জেলা পেট্রোল ডিজেল
আলিপুরদুয়ার ১০৭.২৬ ৯৩.৯০
বাঁকুড়া ১০৬.২৮ ৯৩.০১
বীরভূম ১০৬.৬৪ ৯৩.৩৪
কোচবিহার ১০৭.৩৯ ৯৪.০৩
উত্তর দিনাজপুর ১০৬.৫৩ ৯৩.২৩
দক্ষিণ দিনাজপুর ১০৬.৩৬ ৯৩.০৭
দার্জিলিঙ ১০৭.৮৫ ৯৪.১৫
হুগলি ১০৬.৫২ ৯৩.২২
জলপাইগুড়ি ১০৬.০২ ৯২.৭৫
মালদা ১০৫.৯৬ ৯২.৭০
ঝাড়গ্রাম ১০৬.৮৯ ৯৩.৫৩
কলকাতা ১০৬.০৩ ৯২.৭৬
হাওড়া ১০৬.০৩ ৯২.৭৬
কালিম্পঙ ১০৫.৯৮ ৯২.৭১
মুর্শিদাবাদ ১০৭.৩২ ৯৩.৯৭
দুই ২৪ পরগনা ১০৬.০৩ ৯২.৭৬
নদিয়া ১০৭.১২ ৯৩.৭৮
পূর্ব মেদিনীপুর ১০৫.৩৭ ৯৩.০৫
পশ্চিম মেদিনীপুর ১০৫.৩৭ ৯৩.৩৩
পুরুলিয়া ১০৬.৮৫ ৯৩.৫৩
পূর্ব বর্ধমান ১০৬.৩৯ ৯৩.০৫
পশ্চিম বর্ধমান ১০৬.৬৭ ৯২.৬১