বাংলাহান্ট ডেস্ক : ম্যাগি বাঙালির জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ বললেও বোধহয় খুব একটা ভুল হয় না। হোস্টেল জীবনে রাত জেগে পড়াশোনার সময়ের খিদে থেকে শুরু করে অনেকেরই জীবনের প্রথম রান্না, সবেতেই ম্যাগির সঙ্গে বাঙালির যোগ। ‘২ মিনিটে খুশি’ আনা এই ম্যাগিই এবার কপালে ভাঁজ ফেলতে চলেছে মধ্যবিত্তের। দাম বাড়ছে ম্যাগির৷ একই সঙ্গে বাড়ছে চা পাতা, কফি এবং দুধের দামও।
চটজলদি তৈরি করা যায় এমন নুডুলস, চা পাতা এবং কফির দাম এবার বাড়ানোর পথেই হাঁটছে নেস্টলে ইন্ডিয়া এবং হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড।
ম্যাগির দাম বাড়তে চলেছে প্রায় ৯% থেকে ১৬% অবধি। এখন ৭০ গ্রাম ওজনের যে ম্যাগির প্যাকেটের দাম ১২ টাকা, সেটিই বেড়ে হতে চলেছে ১৪ টাকা। ১৪০ গ্রাম ওজনের ম্যাগির একটি প্যাকেটে দাম বাড়ছে ৩ টাকা। ৫৪০ গ্রামের ম্যাগির প্যাকেটটি দাম বাড়ার পর ৯৬ টাকার বদলে পাওয়া যাবে ১০৫ টাকায়। অর্থাৎ দাম বাড়ছে ৯ টাকা।
অন্যদিকে দাম বাড়ছে দুধেরও। এক লিটার এ প্লাস দুধের কার্টুনের দাম বাড়িয়ে ৭৫ টাকার বদলে ৭৮ টাকা করছে নেস্টলে। ২৫ গ্রাম নেসক্যাফে ক্লাসিকের দাম বেড়ে হচ্ছে ৮০ টাকা। আগে এটিই পাওয়া যেত ৭৮ টাকাতে। এই কফিরই ৫০ গ্রামের বোতলটির দাম বাড়িয়ে ১৪৫ টাকা থেকে করা হবে ১৫০ টাকা। ব্রু কফির দামও বাড়াচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড। ব্রু এর দাম ৩% থেকে ৭% অবধি বাড়ানো হচ্ছে। ব্রু গোল্ড কফির জন্য এখন থেকে অতিরিক্ত গুনতে হবে ৩% থেকে ৪% বেশি দাম। এবং ইনস্ট্যান্ট কফির জন্য বাড়ছে ৩% থেকে ৬.৬% বেশি দাম। চা প্রস্তুতকারক সংস্থা তাজমহল চায়ের দাম বাড়াচ্ছে ৩.৭% থেকে ৫.৮% অবধি। অন্যদিকে ব্রুকবন্ড তাদের চায়ের দাম বাড়াচ্ছে ১.৫% থেকে ১৪% অবধি।
চা-কফি-দুধ এবং ম্যাগি ভারতীয়দের জীবনে অপরিহার্য । যেখানে এই মূল্যবৃদ্ধির খবর যে হাসি কাড়তে চলেছে মধ্যবিত্তের মুখ থেকে তা বলাই বাহুল্য।