দোলের আগে অগ্নিমূল্য মুরগির মাংস! এক সপ্তাহে যা দাম বাড়ল, শুনলে আঁতকে উঠবেন

বাংলাহান্ট ডেস্ক : রাত পোহালেই হোলি (Festival of colour)। ছোট বড় সকলেই মেতে উঠবেন রংয়ের উৎসবে। পিকনিক থেকে শুরু করে জমিয়ে মাংস ভাত খাওয়া এই সবই যেন জড়িয়ে আছে হোলি সেলিব্রেশনের সঙ্গে। কারণ, চিকেন (Chicken) কিনতে গিয়েই বেশ নাজেহাল হতে হচ্ছে আমজনতাকে। চিকেনের দাম বেশ কিছুটা কমেছিল ফেব্রুয়ারি মাসে। এরপর ফেব্রুয়ারি মাসের শেষ থেকে ফের একবার বৃদ্ধি (Price Hike) পেতে শুরু করেছে চিকেনের দাম। চিকেনের দামের সাথেই বৃদ্ধি পেয়েছে চাহিদা। চিকেনের দাম কত এক মাসে প্রতি কেজিতে বৃদ্ধি পেয়েছিল ৬০ থেকে ৭০ টাকা।

চিকেনের দাম অগ্নি মূল্য হতে শুরু করে গত ২৪ শে ফেব্রুয়ারি থেকে। মুরগির মাংসের দাম কত দশ দিনে প্রতি কেজিতে বৃদ্ধি পেয়েছে ৫৫-৬০ টাকা। এক সপ্তাহের মধ্যে ৫০ টাকা প্রতি কেজি বৃদ্ধি পেয়েছে মাংসের দাম। বসন্ত উৎসবের আগে আজ কোন জেলায় কত টাকা কেজি দরে মুরগি বিক্রি হচ্ছে চলুন জেনে নেওয়া যাক। গোটা মুরগির মাংস কলকাতায় বৃদ্ধি হচ্ছে ১৫৩-১৬১ টাকায়। কাটা মাংসের দাম শহর কলকাতায় ২৪৫-২৫০ টাকা কেজি। ১৪৪-১৫১ টাকা প্রতি কেজি দরে গোটা মাংস বিক্রি হচ্ছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। এই দুই জেলায় কাটা মুরগির মাংস প্রতি কেজি ২৩৫-২৪০ টাকা।

১৩৯-১৪৪ টাকা প্রতি কেজি দরে গোটা মুরগি পাওয়া যাচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এই দুই জেলায় কাটা মুরগির দাম ২৩০-২৩৫ টাকা প্রতি কেজি। ১৩৮-১৪৪ টাকা প্রতি কেজি দরে গোটা মুরগি বিক্রি হচ্ছে বাঁকুড়া ও পুরুলিয়ায়। এই দুই জেলায় কাটা মুরগির মাংসের দাম ২৩০-২৩৫ টাকা প্রতি কেজি। হুগলি ও বর্ধমান এ গোটা চিকেনের দাম ১৪০-১৪৬ টাকা প্রতি কেজি। এই দুই জেলায় কাটা মুরগি ২৩৫-২৪০ টাকা প্রতি কেজি। নদীয়া জেলায় গোটা মুরগির দাম প্রতি কেজি ১৪২-১৪৮ টাকা ও কাটা মুরগির দাম ২৩০-২৩৫ টাকা।

Chicken

বীরভূমে গোটা মুরগির দাম ১৩৮-১৪৪ টাকা প্রতি কেজি ও কাটা মুরগি ২৩০-২৩৫ টাকা। মুর্শিদাবাদের গোটা চিকেন বিক্রি হচ্ছে ১৪০-১৪৬ টাকায়। কাটা চিকেন এর দাম এখানে প্রতি কেজিতে ২৩৫-২৪০ টাকা। ১৩৩-১৩৯ টাকা প্রতি কেজিতে গোটা চিকেন বিক্রি হচ্ছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। এখানে কাটা চিকেনের দাম ২২০-২২৫ টাকা। ১২৬-১৩৩ টাকা প্রতি কেজিতে গোটা চিকেন বিক্রি হচ্ছে জলপাইগুড়িতে। এই জেলায় কাটা চিকেনের দাম ২১০-২১৫ টাকা কেজি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর