ফের দাম কমলো LPG সিলিন্ডারের! আজ থেকে আরও সস্তায় পাবেন গ্যাস, জানুন কলকাতার নতুন রেট

বাংলা হান্ট ডেস্কঃ মাসের শুরুতেই দারুন খবর। স্বস্তি জাগিয়ে পয়লা তারিখেই ফের কমল রান্নার গ্যাসের (LPG Gas Cylinder) দাম। এক ধাক্কায় আজ অনেকটাই কমলো এলপিজি গ্যাসের দাম (LPG Price)। যদিও দামের এই ঘাটতি গৃহস্থের গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে হয়নি। কেবলমাত্র বাণিজ্যিক (Commercial LPG Cylinder) ক্ষেত্রে ব্যবহৃত এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমেছে।

পরপর ২ মাস স্বস্তি মিললেও গৃহস্থ বাড়ি নয়, সুরাহা হল দোকান, হোটেল, রেস্তরাঁর ক্ষেত্রে। আজ পয়লা জুন মাসের প্রথম দিনে থেকেই ধার্য হল ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম। এক ধাক্কায় অনেকটাই হ্রাস পেল বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য।

জানিয়ে রাখি, গতকালের থেকে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমল ৮৫ টাকা। বাণিজ্যিক ১৯ কেজির ব্লু এলপিজি সিলিন্ডারের দাম আগে ছিল ১৯৬০ টাকা ৫০ পয়সা। আর আজ থেকে কমে হল ১৮৭৫ টাকা ৫০ পয়সা।

প্রসঙ্গত, গত মাসের শুরুতেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছিল অনেকটাই। মে মাসে ১৯ কেজির সিলিন্ডারের দাম কমেছিল ১৭১ টাকা ৫০ পয়সা। কলকাতায় ১৯৬০.৫০ টাকায় গিয়ে দাঁড়িয়েছিল নয়া দাম।

LPG Gas Cylinder

একই ভাবে বৃহস্পতিবার ১ জুন থেকে ফের কমল দাম। তবে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলেও ঘরোয়া রান্নার গ্যাসের ১৪.২ কেজির সিলিন্ডারের দাম সেই আটকে রইল ১১২৯ টাকাতেই।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর