মধ্যবিত্তের মাথায় হাত! এক ধাক্কায় অনেকটা বাড়ল রান্নার গ্যাসের মূল্য, আপনার শহরে দাম কত?

বাংলা হান্ট ডেস্কঃ চড়া মূল্যবৃদ্ধির মধ্যেই মাথায় হাত মধ্যবিত্তের। ফের বাড়ল রান্নার গ্যাসের (Domestic LPG Cylinder) দাম। শেষ বার দাম বেড়েছিল গত বছরের ৬ জুলাই মাসে। এবার ২২ এর পর ২৩ এর ফেব্রুয়ারী। মঙ্গলবার মধ্যরাতে গৃহস্থের নিত্যদিনের রান্নার গ্যাসের (১৪.২ কেজির) দাম এক ধাক্কায় বাড়ল আরও ৫০ টাকা। দাম বৃদ্ধির পর কলকাতায় (Kolkata) একটি সিলিন্ডার কিনতে এখন আপনাকে পকেট থেকে খরচ করতে হবে ১১২৯ টাকা।

প্রসঙ্গত, শুধু গৃহস্থের হেঁসেলের গ্যাস নয়, হোটেল-রেস্তরাঁয় ব্যবহৃত বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (Commercial Cylinder) (১৯ কেজি) দামও মার্চ থেকে ৩৫২ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২২২১.৫০ টাকায়। এক বারে এতটা দাম বাড়ায় সাধারণ মানুষের জীবন চালানো যে আরও দুর্বিষহ হয়ে উঠল তা বলার অপেক্ষা রাখে না।

সংশ্লিষ্ট মহল সূত্রে জানানো হয়েছে, দিন দিন খাদ্য এবং অন্যান্য জিনিসের যে পরিমান মূল্যবৃদ্ধি ঘটছে তাতে নাকানি চোবানি খাচ্ছে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারগুলি। উদ্বেগ বাড়িয়ে ওষুধের খরচাও বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি পেট্রল-ডিজেলের দাম তো রয়েইছে। সেসবের চড়া দামের কারণে পরিবহন খরচাও বেড়েছে বেশ অনেকটা।

সব মিলিয়ে যখন সাধারণ মানুষের শোচনীয় দশা ঠিক সেই সময়ই রান্নার গ্যাসের এই দাম বৃদ্ধি আম জনতার আর্থিক পরিস্থিতিকে আরও খারাপ করে তুলতে পারে বলেই মত ওয়াকিবহালমহলের। অন্যদিকে, আরেকটি বিষয় জ্বালানি চড়া হলেও , সিলিন্ডারে সরকারি ভর্তুকির পরিমান কমেছে। কোথাও মিলছেও না।

Untitled design 2022 09 01T101009.149

উল্লেখ্য, বহুদিন থেকে তেলের দাম অবশ্য স্থির রয়েছে। তবে সাধারণ মানুষের আশঙ্কা ভোটের জন্যই এই পদক্ষেপ। ভোট পেরোলেই আগের ন্যায় তেলের দামও লাফিয়ে বাড়বে। যার বোঝাও কাঁধে এসে পড়বে দেশের সাধারণ মানুষেরই।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর