হোলিতে বড় ঝটকা! দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, দেখে নিন আজকের রেট

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার অপরিশোধিত তেলের দাম কমল বিশ্ববাজারে। এর আগে বহুবার বিশ্ববাজারে তেলের দাম ওঠানামা করলেও তার খুব একটা প্রভাব পড়েনি ভারতে (India)। এরই মধ্যে বিশ্ববাজারে গত ৮ই মার্চ ফের একবার পতন দেখা গিয়েছে জ্বালানির দামে। কিন্তু সেই পতনের প্রভাব কি পড়েছে ভারতের জ্বালানির বাজারে? হোলির দিন দেশের বড় শহরগুলিতে কত টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল (Petrol) ও ডিজেল (Diesel)?

অপরিশোধিত তেলের কথা বলতে গেলে, গত ২৪ ঘন্টায় এর দামে বড় পতন হয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ৩ ডলার কমেছে এবং প্রতি ব্যারেল ৮৩.৩১ ডলারে বিক্রি হয়েছে। WTI-এর দামও ব্যারেল প্রতি ৩ ডলার কমে ৭৭.৫০ ডলার হয়েছে। তবে, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের পতন ঘটলেও তার প্রভাব কিন্তু পড়েনি ভারতের জ্বালানির বাজারে। বেশ কয়েকদিন ধরে প্রায় একই দামে পেট্রোল ও ডিজেল বিক্রি হচ্ছে দেশের মেট্রো শহর (Metro Cities) গুলিতে।

জানা গিয়েছে, ১০৬.০৩ টাকায় প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে কলকাতায়। ৯২.৭৬ টাকা প্রতি লিটার ডিজেলের দাম। দেশের বাণিজ্য নগরী মুম্বাইতে পেট্রোল প্রতি লিটার ১০৬.৩১ টাকা ও ডিজেল ৯৪.২৭ টাকা। ১০২.৭৪ টাকা প্রতি লিটার পেট্রোল ও ৯৪.৩৩ টাকা প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে চেন্নাইতে। দিল্লিতে লিটার প্রতি পেট্রল ৯৬.৭২টাকা ও ডিজেল ৮৯.৬২ টাকা। ১০১.৯৪ টাকা প্রতি লিটার পেট্রোল এবং ডিজেলের লিটার প্রতি ৮৭.৮৯ টাকায় বিক্রি হচ্ছে বেঙ্গালুরুতে।

Petrol Price

প্রধান মেট্রো শহরগুলি ছাড়াও দেশের অন্যান্য শহরেও বিশেষ পরিবর্তন হয়নি জ্বালানির দামে। এলাহাবাদে পেট্রোলের দাম ৯৬.৬৫ টাকা এবং ডিজেল প্রতি লিটারের দাম ৮৯. ৮৫ টাকা। পেট্রোল লিটার প্রতি দাম ১০৮. ৪৮ টাকা এবং ডিজেল লিটার প্রতি দাম ৯৩.৭২ টাকায় বিক্রি হচ্ছে জয়পুরে। নাগপুরে এক লিটার পেট্রোলের দাম ৯৭.০৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৮৯ টাকা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর