জেনে নিন অক্ষয় তৃতীয়ার পরদিনই কতটা বাড়ল সোনা রূপোর দাম

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ অক্ষয় তৃতীয়ার পর দিনই একলাফে বেশ খানিকটা বৃদ্ধি পেল সোনা (Gold) রূপোর (Silver) দাম। লকডাউনের বাজারে অক্ষয় তৃতীয়া উপলক্ষে কোন অনুষ্ঠান সেভাবে করতে না পারলেও, বেড়ে গেল সোনা রূপোর দাম। ক্রমাগত বেড়েই চলেছে এই সোনা রূপোর দাম। পরপর বেশ কয়েকদিন ব্যাপকহারে বাড়ছে এই দামের সীমা। লকডাউনের মধ্যেই একলাফে বেশ অনেকটাই বেড়ে গেল সোনা রূপোর দাম। লকডাউনের বাজারের কেনা বেচা বন্ধ থাকায়, মাঝে মধ্যেই দামের বেশ ওঠানামা দেখা যাচ্ছে। ক্রমাগত উর্দ্ধমুখী হচ্ছে সোনা রূপোর দাম। গৃহবন্দির মধ্যেও হাসি ফুটল ব্যবসায়ীদের মুখে।

বিশ্ববাজারে এখন বন্ধ সোনা রূপো কেনা বেচা। কারণ, করোনা ভাইরাসের (COVID-19) কারণে দেশে লকডাউনের সময়সীমা বাড়িয়ে ৩ রা মে অবধি করে দিয়েছে কেন্দ্র সরকার। বৈদেশিক সমস্ত যোগাযোগ বন্ধ রয়েছে, যার ফলে বৈদেশিক বাণিজ্য বন্ধ থাকার দরুণ দেশের অর্থনীতি ক্রমাগত নিম্নগামী। তা সত্ত্বেও সরকার নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখে জারী রেখেছে লকডাউন অবস্থা। এই সময়ে খোলা থাকবে শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের দোকান। বন্ধ রয়েছে সোনা রূপোর দোকান।

গতকাল কলকাতায় (Kolkata) সোনার দাম ছিল ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য ৪২৯৩০ টাকা এবং ১ গ্রামের দাম ৪২৯৩ টাকা। আজ সেই দাম বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১০ গ্রামের দাম ৪৫৩০০টাকা এবং ১ গ্রামের দাম ৪৫৩০ টাকা।

২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম গতকাল ছিল ৪৬১৩০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬১৩ টাকা। আর আজ দাম বৃদ্ধি পেয়ে হয়েছে ১০ গ্রামের দাম ৪৮০০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৮০০ টাকা।

সোনার দামের পাশাপাশি আজ বেড়েছে রূপোর দাম। গতকাল ১ গ্রামের দাম ছিল ৪২.৬০ টাকা। আজ এই দাম আজ বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৪২.৬১ টাকা।

পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি ৭৩.৩০ টাকা। ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৬৫.৬২ টাকা। এবং রান্নার গ্যাসের দাম রয়েছে ৭৭৪.৫০ টাকা।

X