হ্রাস-বৃদ্ধির মধ্যে ফের দাম বাড়ল সোনা, রূপোর, দেখে নিন আজকের দাম

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ লকডাউনের মধ্যে বেশ কয়েকবার বিরাট উত্থান-পত্তন ঘটতে দেখা গিয়েছে সোনা (Gold) রূপোর (Silver) দামের ক্ষেত্রে। লকডাউনের চতুর্থ দফায় মধ্যেও বেচা কেনা বন্ধ থাকলেও, দাম কিন্তু কমছে না সোনা রূপোর। ক্রমাগত উর্দ্ধমুখী এই দামের গতি। গৃহবন্দি দশাতেও মুখে হাসি ফুটছে ব্যবসায়ীদের। অন্যদিকে মাথায় হাত ক্রেতাদের।

করোনার প্রভাব পড়েছে ব্যবসায়িক ক্ষেত্রেও
করোনা ভাইরাসের (COVID-19) জেরে বন্ধ এখন বৈদেশিক ব্যবসা। যার জেরে অর্থনীতি এখন প্রবল সংকটের মুখে। লকডাউনের চতুর্থ ধাপে আশঙ্কাজনিত অঞ্চল ছাড়া, বিভিন্ন জায়গায় কিছু ছোট ছোট দোকানপাট খুলে দিলেও, এখন বন্ধ রয়েছে সোনা রূপোর দোকান।

২২ ক্যারেট সোনার দাম
কলকাতায় (Kolkata) গতকাল ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৪৫৫০০ টাকা এবং ১ গ্রামের দাম ছিল ৪৫৫০ টাকা। এই দামের বৃদ্ধি পেয়ে আজ হয়েছে ১০ গ্রামের দাম ৪৫৫১০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৫৫১ টাকা।

২৪ ক্যারেট সোনার দাম
গতকাল শহরে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৪৭০১০ টাকা এবং ১ গ্রামের দাম ছিল ৪৭০১ টাকা। আর সেই দামের পরিবর্তন হয়ে দাঁড়িয়েছে ১০ গ্রামের দাম ৪৭০২০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৭০২ টাকা।

রূপোর দাম
সোনার দামের পাশাপাশি, আজ বেড়েছে রূপোর দামও। গতকাল ১ গ্রামের দাম ছিল ৪৮.৫৫ টাকা। আজ এই দাম আজ বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৪৮.৫৬ টাকা।

পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম
পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি ৭৩.৩০ টাকা। ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৬৫.৬২ টাকা। রান্নার গ্যাসের দাম ৫৮৪.৫০ টাকা।

X