মানুষ গৃহবন্দি, কিন্তু তা সত্ত্বেও বেড়েই চলেছে সোনা রূপোর দাম, জেনে নিন আজকের দাম

বাংলাহান্ট ডেস্কঃ লকডাউনের বাজারেও ক্রমাগত উর্দ্ধমুখী হচ্ছে সোনা (Gold) রূপোর (Silver) দাম। মানুষ এখন গৃহবন্দি, কিন্তু তা সত্ত্বেও কুছ পরোয়া নেই দামের ক্ষেত্রে। বন্ধের বাজারেই সোনা রূপোর দামের গ্রাফ সর্বদাই উর্দ্ধমুখী। সামান্য করে হলেও প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে দাম।

gold 10

ব্যবসায় করোনার প্রভাব
বিশ্ববাজারে এখন বন্ধ সোনা রূপো কেনা বেচা। কারণ, করোনা ভাইরাসের (COVID-19) কারণে দেশে লকডাউনের সময়সীমা বাড়িয়ে ১৭ ই মে অবধি করে দিয়েছে কেন্দ্র সরকার। বৈদেশিক সমস্ত যোগাযোগ বন্ধ রয়েছে, যার ফলে অর্থনীতি ক্রমাগত নিম্নগামী। তা সত্ত্বেও সরকার নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখে জারী রেখেছে লকডাউন অবস্থা। এই সময়ে খোলা থাকবে শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের দোকান। বন্ধ রয়েছে সোনা রূপোর দোকান।

২২ ক্যারেট সোনার দাম
গতকাল কলকাতায় (Kolkata) সোনার দাম ছিল ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য ৪৪৭০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪৭০ টাকা। আজ সেই দাম বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১০ গ্রামের দাম ৪৪৭১০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪৭১ টাকা।

২৪ ক্যারেট সোনার দাম
২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম গতকাল ছিল ৪৬৪৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬৪৫ টাকা। আর আজ দাম বৃদ্ধি পেয়ে হয়েছে ১০ গ্রামের দাম ৪৬৪৬০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬৪৬ টাকা।

fresh powdar b 20180228062216

রূপোর দাম
সোনার দামের পাশাপাশি আজ বেড়েছে রূপোর দাম। গতকাল ১ গ্রামের দাম ছিল ৪২.০৫ টাকা। আজ এই দাম আজ বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৪২.০৬ টাকা।

পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম
পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি ৭৩.৩০ টাকা। ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৬৫.৬২ টাকা। রান্নার গ্যাসের দাম বেশ কিছুটা কমে গিয়ে দাঁড়িয়েছে ৫৮৪.৫০ টাকা।

Smita Hari

সম্পর্কিত খবর