বাংলাহান্ট ডেস্কঃ কলকাতায় লকডাউনের মধ্যে ব্যাপকহারে বাড়ছে সোনা (Gold) রূপোর (Silver) দাম। মানুষজন গৃহবন্দি থাকলেও, দামের পার্থক্য কিছু ঘটছে না। ক্রমাগত বেড়েই চলেছে এই দাম। সামান্য করে হলেও প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে দাম।
ব্যবসায় করোনার প্রভাব
করোনা ভাইরাসের (COVID-19) কারণে দেশে লকডাউনের সময়সীমা বাড়িয়ে ১৭ ই মে অবধি করে দিয়েছে কেন্দ্র সরকার। বিশ্ববাজারে এখন বন্ধ সোনা রূপো কেনা বেচা। বৈদেশিক সমস্ত যোগাযোগ বন্ধ রয়েছে, যার ফলে অর্থনীতি ক্রমাগত নিম্নগামী। তা সত্ত্বেও সরকার নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখে জারী রেখেছে লকডাউন অবস্থা। বন্ধ রয়েছে সোনা রূপোর দোকান।
২২ ক্যারেট সোনার দাম
গতকাল কলকাতায় (Kolkata) সোনার দাম ছিল ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য ৪৪৭৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪৭৫ টাকা। আজ সেই দাম বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১০ গ্রামের দাম ৪৪৭৬০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪৭৬ টাকা।
২৪ ক্যারেট সোনার দাম
২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম গতকাল ছিল ৪৬৫১০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬৫১ টাকা। আর আজ দাম বৃদ্ধি পেয়ে হয়েছে ১০ গ্রামের দাম ৪৬৫২০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬৫২ টাকা।
রূপোর দাম
সোনার দামের পাশাপাশি আজ বেড়েছে রূপোর দাম। গতকাল ১ গ্রামের দাম ছিল ৪৩.৫০ টাকা। আজ এই দাম আজ বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৪৩.৫১ টাকা।
পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম
পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি ৭৩.৩০ টাকা। ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৬৫.৬২ টাকা। রান্নার গ্যাসের দাম ৫৮৪.৫০ টাকা।