বাংলার জন্য গর্বের বিষয়: স্বচ্ছতায় প্রথম কলকাতা বিমান বন্দর, পেল ‘স্বচ্ছতা ২০১৯ অয়্যার্ড’

বাংলাহান্ট ডেস্কঃ পরিস্কার পরিচ্ছন্নতার দিক থেকে সকলকে টেক্কা দিয়ে ‘স্বচ্ছতা ২০১৯ অ্যাওয়ার্ড’ ছিনিয়ে নিল নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর (Netaji Subhas Chandra Bose International Airport)। দমদম বিমান বন্দরের পরে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে চেন্নাই (Chennai) এবং জয়পুর (Jaipur) বিমানবন্দর। স্বচ্ছতার লড়াইয়ে সবার থেকে এগিয়ে রয়েছে কলকাতা বিমানবন্দর।

kolkata airport

সমগ্র দেশের ১৩ টি বিমানবন্দরের মধ্যে ৮ টি বড় বড় বিমানবন্দর পরিচালনা করে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (Airport Authority of India)। যার মধ্যে পড়ে কলকাতা (Kolkata), চেন্নাই, জয়পুর, আহমেদাবাদ, পুনে, গোয়া, গুয়াহাটি এবং লখনউ বিমান বন্দর। তবে দিল্লী (Delhi), মুম্বই (Mumbai), বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং কোচিন বেসরকারি বিমানবন্দরের আওতাধীন। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকে বিমান বন্দরগুলির মধ্যে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেই প্রতিযোগিতায় সকলকে পিছনে ফেলে শীর্ষ স্থান দখল করে নেয় দমদম বিমান বন্দর।

দমদম বিমান বন্দরের বিরুদ্ধে অনেক দিন ধরেই অভিযোগ ছিল যাত্রীদের মধ্যে। অপরিস্কার বাথরুম পরিষেবায় ক্ষিপ্ত ছিল যাত্রীরা। এরপরই কিন্তু নড়েচড়ে বসে বিমানবন্দর কর্তৃপক্ষ। নবনির্মান করা শৌচাগার এবং বিমানবন্দর মধ্যেকার অপরিস্কার জায়গা। নিয়মিত পরিচর্যার জন্য লোক নিয়োগও করা হয়। কয়েক ঘন্টা বাদে বাদে তাঁরা সব কিছু ঠিকমতো পরিষ্কারও রাখছে।

দমদম বিমানন্দরের বর্তমার চেহারা দেখে অনেকেই অবাক হয়ে গেছেন। শৌচাগার থেকে টার্মিনাল সব কিছুই এখন ঝাঁচকচক করছে। এমনকি প্রবাসীরাও দমদম বিমানবন্দরের এই নতুন চেহারা দেখে সেই আগের বিমানবন্দরকে আর চিনতেই পারছেন না। বাংলার (Bengal) এই নতুন রূপে দমদম বিমানবন্দরকে দেখে তাই চমকে গেলেন সকলে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর