বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক সময়ে স্কুল সার্ভিস কমিশন ( School Service Commission) থেকে শুরু করে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রতিদিন একের পর এক নতুন তথ্য সামনে এসে চলেছে। কলকাতা হাইকোর্ট (Calcutta Highcourt) দ্বারা এই সকল মামলার তদন্তের দায়ভার সিবিআইকে (CBI) দেওয়ার পরই তৎপর হয়ে ওঠে তারা।
বর্তমানে প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় সকল তথ্য তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আর এবার তাদের সেই তলব মাঝে প্রাথমিক বিদ্যালয়গুলিতে নিযুক্ত শিক্ষকদের সকল তথ্য চেয়ে বসলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদ। এক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত সকল তথ্য জমা দিতে হবে শিক্ষকদের। ফলে সকল নথি তদন্ত করে নতুন কি তথ্য উঠে আসে সিবিআইয়ের হাতে, সেটাই দেখার।
গতকাল একটি বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদ। সেখানে জানানো হয়েছে, “আদালতের নির্দেশে ৪২৯৪৯ জন শিক্ষকের নিয়োগ প্রসঙ্গে তদন্ত শুরু করেছে সিবিআই। ফলে তাদেরকে এক্সেল শিটে নিয়োগ সংক্রান্ত সকল তথ্য দিতে হবে।” এক্ষেত্রে সকল শিক্ষকদের দু’দিনের সময় দেওয়া হয়েছে অর্থাৎ আগামী কালের মধ্যেই সকল তথ্য জমা দিতে হবে সংসদ দফতরে। এক্ষেত্রে অবশ্য সরাসরি উপস্থিত হয়ে নথি জমা না করলেও হবে, ওয়েবসাইটে দেওয়া ইমেইল এড্রেসের মাধ্যমে সকল নথি পাঠাতে পারবে শিক্ষকরা।
সিবিআইয়ের নির্দেশের পরেই সংসদের এই তৎপরতা বলে মনে করা হচ্ছে। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত প্রকাশ্যে মন্তব্য করেনি সংসদের কোন অধিকর্তাই। তবে এ প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতি সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানান, “শিক্ষকদের বর্তমানে হেনস্থার শিকার হতে হচ্ছে। চাকরি ক্ষেত্রে স্বচ্ছতা যদি আগে থেকেই রাখা হতো, তবে আমাদেরকে এই হেনস্থার মধ্যে দিয়ে যেতে হতো না। আমরা চাই সিবিআই তদন্ত করে সব সত্য সামনে আনুক। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস দলের নেতাদের যেমন তলব করা হচ্ছে, ঠিক তেমনভাবে বিজেপির নেতাদেরও ডেকে পাঠানো হোক। কারণ বর্তমানে বিজেপি দলেও এমন বহু মানুষ রয়েছেন, যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত।”