TET ২০২২-এর শিক্ষাগত যোগ্যতার মাপকাঠিতে এল বদল, জেনে নিন কারা করতে পারবেন আবেদন?

বাংলাহান্ট ডেস্ক : প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে শিক্ষক নিয়োগের (TET Recruitment) তোরজোড় শুরু করে দিয়েছে রাজ্য। কিন্তু এবার আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতায় কিছু পরিবর্তন করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবার পর্ষদের পক্ষ থেকে এই বিষয়ে সংশোধিত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকে টেট পরীক্ষার্থীদের মধ্যে যাঁরা এলিমেন্টারি এডুকেশনে দু’বছরের ডিপ্লোমা পর্যায়ের শিক্ষার্থী তাঁরাও আবেদন করতে পারবেন। এরই সঙ্গে, এলিমেন্টারি এডুকেশনে চার বছরের ব্যাচিলার্স ডিগ্রি-পর্যায়ের পড়ুয়ারাও প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে শিক্ষক হিসাবে নিয়োগের পরীক্ষার জন্য আবেদন করার যোগ্য।

এর আগে প্রাথমিক শিক্ষা দফতর গত ২৯ সেপ্টেম্বর একটি নির্দেশিকা প্রকাশি করে। সেই নির্দেশিকায় বলা হয়, ওই দুই পর্যায়ে ডিপ্লোমা বা ডিগ্রিধারীরা আবেদনের যোগ্য। এ ছাড়া আরসিআই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যাঁরা দু’বছরের ডিএড কোর্স বা এনসিটিই স্বীকৃত কোনও প্রতিষ্ঠানে দু-বছরের ডিএলএড কোর্সের চূড়ান্ত দফার পরীক্ষা দিয়েছেন, তাঁরাও প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে শিক্ষক নিয়োগের জন্য আবেদন করতে পারবেন বলে জানানো হয়।

পর্ষদের নতুন এই নির্দেশিকা নিয়েও উঠছে বিতর্ক। এই বিষয়ে দফতরের সমালোচনার করেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল। তিনি বলেন, ‘২৯ তারিখে নোটিস দিয়ে মাত্র কয়েকদিনের মধ্যেই আবার সিদ্ধান্ত বদল করতে হল! জানি না টেট পরীক্ষা হওয়া পর্যন্ত আর কত বার এই ভাবে সিদ্ধান্ত বদল করা হবে। বিকাশ ভবনের চিন্তাভাবনায় ঘাটতি দেখা যাচ্ছে।’ তবে পর্ষদের এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অশোক রুদ্র।


Avatar
Sudipto

সম্পর্কিত খবর